ঐশ্বরিক এক পাপের ইন্দ্রজালে

ঐশ্বরিক (মার্চ ২০১৭)

ধ্রুবক দ্রোহ
  • ১১
আমি মানুষ। আমার চারদিকে এক ঐশ্বরিক ইন্দ্রজালের চোরাবালি যাতে আটকে পড়েছি আমি। লোভ, কাম, মোহ, মদ কত কিছু। আমার স্বজাতীয় মনুষ্য দলের সবাই কি করে পার হলো এই ধাধা, নাকি শুধু আমার জন্যেই এই ধাধার সৃষ্টি, কে এই ধাধার ঈশ্বর, তার ঐশ্বরিক ইন্দ্রজালে আটকে কেন আমি?
এই পৃথিবীর বাকি সবাই কোথায়? সবাই হারিয়ে গেছে নাকি কোনো চাদরে গা ঢাকা দিয়ে আছে? এই প্রশ্নের উত্তর আমায় কে দেবে? এই ইন্দ্রজাল থেকে কি আমার মুক্তি নেই? আমি কে এই প্রশ্ন আমাকে আমার ঈশ্বরের কাছে নিয়ে যাবে নাকি আমাকে ঠেলে দিবে অন্যকোনো চোরাবালিতে। প্রশ্ন করতে করতে ক্লান্ত আমি নিজেকেই ভুলে থাকি যেন।
প্রতিদিন প্রতিমুহূর্ত আশায় থাকি আমার কাছে আসবে এক ঐশ্বরিক বাণী, পথ দেখাবে আমায়। গভীর রাতের আধারে বুকপকেটে জোনাকপোকা হয়ে এই চোরাবালি থেকে নতুন ভোরের দিকে নিয়ে যাবে আমায়।
কিন্তু সেই নতুন ভোর আমায় কি ঠাই দিবে, আমি কি সেই নতুন ভোরের আলোয় উদ্ভাসিত হবার যোগ্য। কি যোগ্যতা আছে আমার ঐশী সেই বাণী ধারণ করার।সেই নতুন ভোরে কি আমার সংগীদের পাবো নাকি আবারো অপরিচিত মানবের ভিড়ে হারিয়ে যাবো।নাকি বাঁধনহীন কোনো বাঁধনে কেউ আমায় বাধবে, আবার আমাকে ছেড়ে কোনো ঐশ্বরিক বাণীতে সাড়া দিয়ে চলে যাবে। আমি আলো ঝলমলে এক মরুভূমিতে নিজেকে আবিষ্কার করবো।
সেই আলোয় কি আমার চোখ ঝলসে যাবে না? আমি এই মানুষটা কি অন্ধকারেরই জীব? মুদ্রার একপিঠের আলো যেমন আমায় হাতছানি দিয়ে ডাকে তেমনই অন্যপিঠের অন্ধকার আমায় আটকে রাখে। বেধে রাখে মোহ আর কামের এই পৃথিবীর সংকীর্ণতায়।

এই সংকীর্ণতা থেকে বাঁধনছেড়ার ঐশ্বরিক গান আমায় কবে শুনাবে হে ঈশ্বর, আর কতকাল এই মৃত্যুভয়েই কামের লালসায় মরে কুকড়ে থাকবো। আর কতাকাল পাপকে ভালোবেসে আজীবন পাপীকে ঘৃণা করার পাপ করে যাবো।

ভালোবাসাহীন জীবনের এই চোরাবালিতে ডুবে মরে কিংবা বদ্ধ খাচার দানাপানি খেয়ে ভালো থাকার ভান করে আর কদিন বেচে থাকবো হে ঈশ্বর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর নিজেকে জা্নার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক । গল্প কবিতায় স্বাগতম। সামনের সংখ্যায় আশা করি আরো ভালো লিখবেন। অনেক শুভকামনা আর আমার পাতায় আমন্ত্রণ।
মোঃ নুরেআলম সিদ্দিকী দারুন লিখেছেন কবি। পুরোটাই পড়লাম বেশ ভাল লেগেছে। ভোট রেখে গেলাম। আমার পাতাই আমন্ত্রন ।

১৬ ফেব্রুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪