ঐশ্বরিক প্রেমন্বেষণ

ঐশ্বরিক (মার্চ ২০১৭)

সাবরিনা নেওয়াজ
  • ৬১
আচ্ছা বলতে পারো-
বেহেশতে কি ভালোবাসা পাওয়া যাবে?
প্রিয়ার তর্জনী নিঃসৃত উষ্ণ আদরের
নহর বইছে যেখানে,
হৃদয়নিংড়ানো আধটুকু চুমুর
পেয়ালা নিয়ে ঘুরবে কি কেউ?
প্রেমের শীতলপাটিতে আলুথালু শুয়ে
রাখবে কি চোখে চোখ, আঙুলে আঙুল
মর্তলোকের অভাগা যত প্রেমিকজন?
পুঁইববিচির মত টকটকে লাল ঠোঁটে
রমনীরা করবে কি বন্দনা
তাবৎ স্বচ্ছ মানস-মনের?

যখন বসবে পাপ-পুন্যের বিচার পাল্লা,
এক আধুলি পুণ্যি মেপে
পোয়াটাক্ ভালোবাসা জুটবে কি পাতে?
কেবল- কেবল ওই টুকুনের জন্যে মাত্র
যেন কৃপা হয় প্রেমময় ঈশ্বরের।
ইহলোকে নাই বা পেলাম, না-ই বা হোলো
পরলোকে তৃষিত যেন না রাখেন।

এই দ্যাখো না কি না কি বকছি!
কালের দয়া ফুরিয়ে আসছে বোধ হয়।
প্রেমের বান্দেগি করতে করতে
ক্লান্ত মৃত্যুপথযাত্রী আমি আজ।
বেহেশতে কি একটি একাগ্র হৃদয় হবে?
যা কেবলই নির্মোহ নিষ্কাম,
হবে কি তার জয়জয়কার?
সেই একটি বেহেশত- যেখানে
ঈশ্বরকে ঘিরে থাকবে প্রেম,
আর প্রেমকে ঘিরে ঈশ্বর?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী বাহ! অসাধারন লিখছেন। এমন কিছুই তো পাঠক সমাজকে মুগ্ধ করে। শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রিত।
কাজী জাহাঙ্গীর বোধ বেশ প্রখর, আগামীর হাতছানি দেখতে পাচ্ছি। এগিয়ে চলুন সুন্দর সুন্দর ভাবনায়।অনেক শুভকামনা, ভোট আর আমার পাতায় আমন্ত্রণ।
মাসুম রানা জানি না, তবে চমৎকার, বন্ধু হতে পরি
নিলয় খুব ভাল লিখেছেন। ভোট রেখে গেলাম
প্রহেলিকা সুন্দর কবিতা! গুড জব! কিছু কিছু চরণ খুব বলিষ্ঠ! দক্ষতার ছাপ মেলে। "পুঁইবিচির মত টকটকে লাল ঠোঁট" পঙতিটির মত আরো কিছু পঙতিতে বেশকিছু রূপকের ব্যবহারে মুগ্ধ! "কালের দয়া" শব্দবন্ধটি ব্যবহারের মধ্য দিয়ে কবিতার মাঝে যে চমৎকার ব্যঞ্জনা সৃষ্টি করেছেন তা প্রশংসনীয়! শুভকামনা।

১৩ ফেব্রুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪