আমার নগ্নতাই আমার গর্ব

গর্ব (অক্টোবর ২০১১)

সাজিদ খান
  • ৭৮
  • 0
  • ১১
দিনের আলো শেষে
যখন ফিরে আসে রাত
যখন ব্যস্থ শহরের বুকে
ঘুমিয়ে পড়ে,
ক্লান্ত মানুষ গুলো।
আমি জেগে থাকি
জেগে থাকি রাতের পাখি হয়ে।
জেগে থাকি নিজের সত্বীত্ত
বিক্রিত করার জন্য
মানুষ নামের কিছু অমানুষের কাছে।
তারা আসে আমাকে ভাসিয়ে দিতে নগ্নতায়
ডুব সাঁতার কাটতে বুকের মাঝখানে।
আমার পা থেকে মাথা পর্যন্ত
পিঠ থেকে চিবুক,শিরা থেকে উপশিরা
আমার সত্বীত্ত আমার মার্তৃত
সব,সবকিছু বিলিন করে দেয়।
বৈশাখী ঝড়ের মত চুরমার করে দেয়
আমার সাজানো দেহ।
আমিও নিজেকে বিলীন করে দিই
অসহায়ের মত তাদের সন্নিকটে।
অথচ,কিছুই করার থাকেনা আমার
কিছুই না।
কারন,আমি দেখেছি
অর্থের অভাবে ক্যানসার রোগীর মত
কাঁশতে কাঁশতে নুযে পড়া,
বৃদ্ধ বাবার আহাজারি।
আমি দেখেছি মায়ের চোখের
অঝর কান্নার সিদ্ধ শাড়ীর আচঁল
অসহায় মুখ।
আমি দেখেছি
প্রচন্ড ক্ষুধায় তিক্ততায় কাঁদতে কাঁদতে
ঘুমিয়ে পড়া ছোট ভাইটির আর্তচিতকার
মা ভাত দে,মা ভাত দে
ভাত দেরে মা,
আমার খুব ক্ষুধা লেগেছে।
সে দিন এই সমাজ এই সভ্যতার কাছে
কত যে হন্য হয়ে ঘুরেছি আমি।
কতযে সহযোগিতা চেয়েছি
সমাজপ্রতিদের কাছে।
না,কেউ নয়,কেউ পারেনি আমায়
অন্তত একটি কর্মের যোগান দিতে।
কেউ পারেনি এক মুঠো ভাত তুলে দিতে
আদরের ছোট ভাইটির মুখে।
কারো অনূভুতি কিংবা সহানুভতি হয়নি আমাদের প্রতি
মানবতার হাত বাড়াতে ।
এই সমাজ করেছে আমায় লাঞ্চিত
সভ্যতা করেছে আমায় অসভ্য
মানুষ করেছে আমায় পতিতা।
তাই জীবন ও জীবিকার কাছে হার মেনে
আমি হয়েছি নগ্ন নারী।
আমি হয়েছি অসভ্য নারী।
হয়েছি, সমাজ পতনের এক পতিতা।
এখন আর বৃদ্ধ বাবাকে কাঁশেত কাঁশতে
নুয়ে পড়তে হয়না মাটিতে।
এখন আর মায়ের চোখে জমেনা
অজস্র কান্নার জল,
দেখিনা অসহায় মুখ।
ছোট ভাইটিও কাঁদেনা আর
এক মুঠো হাহাকারে।
তাই আমি বলছি
আমার নগ্নতাই আমার গর্র
আমার নগ্নতাই আমার বেঁচে থাকার পথ
আমার নগ্নতাই বেঁচে আছি
আমি ও আমার পরিবার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাজিদ খান ফাতেমা প্রমি এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমাকে খুব অনুপ্রানিত করলো ,আমার জন্য দোয়া করবেন
ফাতেমা প্রমি বেশ লিখেছেন। এই বেদনার দায়ভার আমাদের সবার। আমরা কেউ কি খোঁজ নেই এদের? কবির এবং পাঠকের- সবার প্রতি অনুরোধ আমরা যেন অন্তত খোঁজটুকু রাখি- আমাদের অবহেলায় প্রতিবেশী কারো যেন এই ব্যর্থ জীবনে প্রবেশ না ঘটে।
সাজিদ খান মোঃ শামছুল আরেফিন এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমাকে খুব অনুপ্রানিত করলো ,আমার জন্য দোয়া করবেন
মোঃ শামছুল আরেফিন অসাধারন লিখেছেন বন্ধু। পছন্দের তালিকায় যোগ করে নিলাম। এই লাউনগুলো আমাকে সবচেয়ে বেশি নাড়া দিলো।
সাজিদ খান মামুন ম.আজিজ ভাই ধন্যবাদ আমাকে অনুপ্রানিত করার জন্য
সাজিদ খান মুহাম্মাদ মিজানুর রহমান uncle আপনারা আমার অনু প্রেরণা যোগান বলেই আমি লিখতে পারি..ধন্যবাদ আমাকে
মামুন ম. আজিজ একটা ভিন্ন আঙ্গিকের গর্ব বোধ। বেশ লিখেছ বৎস।
মুহাম্মাদ মিজানুর রহমান আমি বিষন্ন সুমন ভাইয়ের সাথে সুর মিলিয়ে শুধু এটুকু বলতে পারি যে, আমরা আসলে খুব বেশি উদাসীন হয়ে গেছি, চারপাশের এই অন্যায়গুলো যেন আমাদেরকে আর স্পর্শ করে না......ভালো লিখেছেন....
সাজিদ খান ডা:দাউদুল ইস্লাম ভাই এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমাকে খুব অনুপ্রানিত করলো
সাজিদ খান এস, এম, ফজলুল হাসান ধন্যবাদ আমাকে অনুপ্রানিত করার জন্য

০৮ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪