হে পৃথিবীর সভ্য তোমাদের বলছি, তোমাদের বলছি আমার আকুলতা আমার আত্নকথা। আমার বন্ধু বলে কেউ নেই কেউ নেই আমার নিস্সংগ জীবনে সংগ দেবার। তবুও,আমি বেঁচে আছি বন্ধুহীন বেঁচে আছি তোমাদের ঘৃণার তিক্ততা নিয়ে তোমাদেরি শুভকামনায়। হে পৃথিবীর সভ্য মানুষ তোমাদের বলছি, আমার বুকের মাঝখানে সযতনে বেঁধে রেখেছি একটি ভালোবাসার ছোট্ট ণীড়, হয়ত কেউ উকি দেবে মনের জালানা দিয়ে। আমার কোমল দু হাতে জমেয়ে রেখেছি একুশ বছরের একুশটি রক্ত গোলাপ, ভালোবেসে কাউকে দেব বলে। আমার দীঘল কালো চুলগুলো বিলিয়ে দিই দক্ষিনের বিহঙ্গ হাওয়ায়, হয়ত কারো র্স্পশে সুরভিত হবে বলে। অন্যসব নারীর মত আমিও পথ চেয়ে থাকি কারো অপেক্ষায়, হয়ত কেউ এসে আমায় নিয়ে যাবে উড়ে যাবে ভেজা মেঘের মত। না না কিছুই হলোনা আমার কিছুই না । আমার জন্মটা যেন আজন্ম পাপ। আমার জন্মটা যেন অপূর্নতা। হে পৃথিবীর সভ্য মানুষ তোমাদের কিছু অ-মানুষরা আমায় নিয়ে করে রং তামাশা। কেউ কেউ বলে যায়,প্রকাশ্যে নির্দিধায় আমি নাকি অর্ধনারী, আমি নাকি এই সমাজের কেলেংকারী। আমার নাকি সমাজ নেই,নামাজ নেই। আমি নাকি অপয়া অসভ্য অর্ধনারী। হে পৃথিবীর সভ্য মানুষ তোমাদের বলছি আমার আকুলতা আমার বিষন্নতা আমার আত্নকথা। প্রশ্ন করছি তোমাদের বিবেকের কাছে মহানসৃষ্টিকর্তার সৃষ্টি আমি তবে কেন আমায় নিয়ে এত কানাকানি? কেন এত অত্যাচার অবহেলা অপমান অসভ্যতা আমি কি এই সমাজের কেউ নই? আমার কি বন্ধু বলে কেউ নেই?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।