মাঝ পথে এই ভাবে আগে চলে যাবে সেটা আগে বললেই তো পারতে..শুধু শুধু এতো খোজা খুজি করতাম না...আচ্ছা শুনলাম নাকি মেয়ে দেখতে গিয়েছিলে..তা পছন্দ হলো..? কী পরে গিয়েছিলে..? নিশ্চয় সেই জিন্স আর টি শার্ট...আমি বলে বলে তো তোমায় পাঞ্জাবি পরাতে পারলাম না..দেখা যাক সে পারে কি না..কে কে গিয়েছিল তোমার সাথে..? নিশ্চয় বাবা মা গিয়েছিল.. এক দিন তুমি তোমার বাবা মা কে বাবা মা বলেই ডাকতে বলেছিলে..আজ কিন্তু আর অন্য কিছু বলতে পারব না..আচ্ছা কী জিজ্ঞাসা করলে তাকে..? পড়াশোনা..? রান্না বানন্না..? প্রেমিক ছিল কী না...?? কী বলল?? আচ্ছা তোমায় কী জিজ্ঞাসা করল..? সব বলে দিয়েছ..?? আমার কথা বলেছ..? ঐ বিকেল গুলোর কথা..?? না বলো না ও গুলো.. ও গুলো শুধুই আমার.. তোমার বৌ এর ও কোন ভাগ নেই ওতে..বুঝলে..!! আচ্ছা সে খুব সুন্দরী না..!! আমার থেকে অনেক সুন্দরী বলো..জানি তো..!! সুন্দরী না হলে তুমি যেতেই না... বিয়ে তে নিমন্ত্রন করবে তো...? ঐ যে তোমার দেওয়া হলুদ শাড়ি টা পড়ে মাথায় তোমার প্রিয় বেলি ফুল দিয়ে যাব..একগুচ্ছ স্বপ্ন নিয়ে যাব যে গুলো আমি আর তুমি মিলে রাত জেগে বুনেছিলাম..!! তোমার ওকে দিয়ে আসব..তোমরা দু জন মিলে সত্যি করো...❤
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর
লেখকের নামটা বাংলায় লিখলে ভাল হয়। গল্প কবিতায় স্বাগতম। গুটি গুটি পা পা করে এগিয়ে যান, এবার ডায়লগ গুলো লিখেছেন সামনের সংখ্যায় আশা করি পুরো গল্পটা পাব। অনেক শুভকামনা আর আমার পাতায় আমন্ত্রণ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।