দুখ_বিলাসী

ঐশ্বরিক (মার্চ ২০১৭)

ShazzadHossain
  • ১০
তুমি জানো তোমার নিজের পরিচয়?
পথ চলতে হয় না তোমার ভয়?
জানো কি তুমি কোথায় ছিলে?
যে ছিল তুমি ভাবো কি তাকে নিয়ে?
.
তুমি একা?
যদি তাই হও -
পথ যে তোমার বাঁকা।আর-
একা একা নিরবে বিষাদ অাঁকা!
প্রতি রাতে মোমের বাতি জ্বালিয়ে
তুমি লিখ কি দিনলিপি?
তারপর ছিঁড়ে ফেল
খুলে নাও মাদকের ছিপি?
.
তুমি জানো তোমার নিজের পরিচয়?
গন্তব্য?
পথ চলতে জানা তোমার
অবশ্যই কর্তব্য।
জীবন সুতোর আদি না জানলে
জানবে না তুমি অন্ত,
জানো কি তুমি
দুখ মোছনের মন্ত্র :
"জীবন প্রদীপ-যন্ত্র"
.
তোমার নির্ঘুম রাত্রি যাপন,
শুভাকাঙ্ক্ষা প্রতি আপন,
নিজে অসুখী থাকার তীব্র পণ-
তুমি জানো, কি এর কারন?
.
তুমি জানো,
সমূদ্রের ঢেউ রোধার সাধ্য কারো
নেই - তা মানো?
তাহলে কেন ঢাকো চোখের জল
বুকের ছারখার অনল।
চৈত্র তো আসবেই ফাগুন ডিঙিয়ে
বুক তো জ্বলবেই জল শুকিয়ে।
তাই বলে হাঁটু গেড়ে বসে
কাঁদতে নেই?
অশ্রুতে আগুন নেভাতে নেই?
চিৎকার করে অবাধ্য বাতাসে
দুখ ঝাড়তে নেই?
.
দুঃস্বপ্নের সাগরে সূর্য উঠে
সাগর শুকোয় না
তরীও ডুবে না।
যদিও সূর্য থাকবে না রাতে
ধৈয ধর,
উঠবে আবার কাল প্রাতে।
আবার সূর্য উঠে....
চিকচিক করে নদীর জল
পাখি ডাকে, ঘাস যেন আচল-
ধারন করে শিশির ফোঁটা-
কৃষ্ণ কাজল।
ক্ষুধার্ত নির্ঘুম রাত্রিযাত্রি-
কাজ করে জীবনের নেশায়
ছড়িয়ে পড়ে নানান পেশায়
তারা বাঁচে রঙিন আশায়।
.
তুমি জেগেছ?
বুঝেছ?
মেনেছ আকাশ বিশাল?
সরীসৃপের নগ্ন দেহে
জেগেছে নতুন ছাল।
তুমিও পাবে আলোকিত জীবন
শুধু জেগে উঠ,
ও ভাই হে-
এ নেশার পৃথিবীতে
হিম হিম বাতাস বহে--
সুমধুর স্বরে ডাকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dr. Zayed Bin Zakir (Shawon) Lekha valo kintu eto boro kobita shortobirodhi. Shuvessa roilo
মোঃ নুরেআলম সিদ্দিকী অন্যের গল্প কবিতা গুলো একটু পড়তে চেষ্টা করুন। ভালো লাগার উপরে ভিত্তি করে তাকে মন্তব্য করুন এবং ভোট দিন। দেখবেন নিজের লেখার মান বাড়বে এবং এক সময় তরুন প্রজন্মকে ভালো কিছু উপহার দিতে পারবেন। শুভকামনা রইলো।
কাজী জাহাঙ্গীর বিষয়ের প্রতি উদাসিনতা আছে, কিনতু হতে আছে ভালো, অনেক শুভকামনা আর আমার পাতায় আমন্ত্রণ।
মোঃ নুরেআলম সিদ্দিকী কবি অনেকদিন পর এমন একটা কবিতা পাবো ভাবিনি। বেশ ভালো লেগেছে। শুভকামনা, ভোট ও আমন্ত্রণ রইলো।

০৭ ফেব্রুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪