দৃষ্টি ভ্রুম ভালবাসা

ঐশ্বরিক (মার্চ ২০১৭)

টি কাজী
কখনো প্রভাতের রক্তিম সূর্যের মত,
কখনো ভোরের স্নিগ্ধ বাতাসের মত,
কখনো নির্মল প্রকৃতির মত,
তুমি এসে আমার মনকে করো প্রফুল্ল ।

আবার কখনো কুহেলির মত,
কখনো শিশির বিন্দুর মত,
কখনো শীতল হাওয়ার মত,
তুমি এসে আমার মনকে করে দাও উৎফুল্ল ।

কখনো আবার নদীর শান্ত ঢেউয়ের মত,
কখনো ঝর্ণার প্রবাহের মত,
কখনো সাগরের নিরবতার মত,
তুমি এসে আমার মনকে করে তুলো চাঞ্চল্য ।

কখনো কখনো সূর্যের তীব্রতার মত,
কখনো ঝড়ের কঠোরতার মত,
কখনো বজ্রের গর্জের মত,
তুমি এসে আমার মনকে করে দাও স্তব্দ ।

আমি বারংবার ধোকা খেয়ে যাই
এত রং বদল দেখে, ভয় পেয়ে যাই
এত রূপাবরণ দেখে, হতাশ হয়ে যাই
এত আচরণ বিধি দেখে ।

তবু ভাবি, তাও তো তুমি আছো চারপাশে
প্রকৃতির সাথে মিশে, আমার কাছে কাছে
স্নিগ্ধতার পর বুলাতে
আমায় ভালবেসে ।

তাইতো তোমার ভালবাসাই তালাশ করি
পূর্ণিমার পূর্ণতার মাঝে,
অগণিত তারার ভীরের মাঝে,
জোনাকির মৃদু আঁলোর মাঝে,
রাতের গাঢ় আঁধারের মাঝে ।

আবার কখনো খোজ করি
ঝুম বৃষ্টির মাঝে,
মেঘের হংকারের মাঝে,
বিজলীর চমকের মাঝে ।
খোজ করি ভালবাসার অনুভূতি

যে ভালবাসা দেখা যায় না, তবুও চোখ মেলে রাখি
শালিকের ঝাকের মাঝে,
মেঘের সাদা পালকের মাঝে,
গোধুলির রক্তিম আভার মাঝে,
নদীর কলতানের মাঝে,
চাঁদের রূপালী আঁলোর মাঝে ।

আজো চোখ মেলে রই তোমার ঐ কাব্যিক চোখের মাঝে
যে কাব্যের ভাষা আজো আমি বুঝিনি !
হয়তো সে ভাষার মানে কভু খুজিওনি !
তবু খুজে ফিরি আমি অদৃশ্য সেই চাওয়া,
হতে পারে এটাই আমার
দৃষ্টির অগোচরে ভালবাসা পাওয়া ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুল হুসাইন ভালো লিখেছেন।আমার পাতায় আমন্ত্রন।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) সবার কবিতা পড়ুন আর আপনার গুরুত্ব পূর্ণ মতামত দিয়ে তাকে উৎসাহিত করুন । কবিতা ভাল ছিল , কিন্তু বিষয় বস্তু আলাদা করতে পারলাম না
Dr. Zayed Bin Zakir (Shawon) Boro hoyechhe tobe porte valo legechhe. Shironaam er banan bivrat drishtikotu laglo kinchit.
ধন্যবাদ, মুল্যবান মতামতের জন্য!!
নাসরিন চৌধুরী কবিতার বিষয়বস্তু এখানে নিরুত্তাপ। কিন্তু কবিতা ভাল হয়েছে। শুভকামনা
মোঃমোকারম হোসেন কবি ভাল লিখেছেন ভোট রেখে গেলাম আমার পাতায় আমন্ত্রণ রইল
মোঃ নিজাম গাজী অনেক সুন্দর লিখেছেন । ভোট রেখে গেলাম হে কবি । আমার পাতায় আমন্ত্রন ।
কাজী জাহাঙ্গীর কবিতা হিসেবে বেশ জমেছে, তবে বিষয়ের দিকে একটু নজর রাখবেন। গল্প কবিতায় স্বাগতম। অনেক শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।
মোঃ নুরেআলম সিদ্দিকী বেশতো। খুব ভালো লাগলো। আবেগটা খুব ফুটে উঠেছে। শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।

০৬ ফেব্রুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪