বিষাদের স্পর্শে

উপলব্ধি (এপ্রিল ২০২২)

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
  • ৩২
একটু সুখের পরশ পেতে
করি কত কৌশল দিনে রাতে
তবু সুখ রয়ে যায় অজ্ঞাতে
শুধু ব্যথা জমে রয় বুকেতে।

বুঝি বলাকা পাখায় উড়িয়ে
দুঃখ গুলোকে দেব তাড়িয়ে
তবু দেখি তারা রয়েছে দাঁড়িয়ে
পরিহাস করতে আমায় নিয়ে।

বুঝি ধুঁয়ে নেব চোখের জলে
যত কষ্ট রয়েছে বুকের তলে
তাও পারিনা কোনো কৌশলে
ব্যথা গুলো আসে দলে দলে।

ভাবি সুখের স্পর্শ দূরে থাক
সুখের দেখা তা নাইবা হউক
আর দুঃখ গুলো না দাঁড়াক
ব্যথা গুলো সব মুছে যাক।


সুখের পরশ আর খুঁজি না
তবুও বিষাদ এসে দেয় হানা
আমি তাড়াতে পারিনা কান্না
আর সুখ সে ত কভু চাইনা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী দারুণ প্রকাশ, শুভকামনা অবিরত।
অশেষ ধন্যবাদ আর শুভ কামনা রইল।
মোঃ মোখলেছুর রহমান সুখের পরশ আর খুঁজি না তবুও বিষাদ এসে দেয় হানা আমি তাড়াতে পারিনা কান্না আর সুখ সে ত কভু চাইনা। ### অনেক সুন্দর কবিতা।
অফুরন্ত ধন্যবাদ রইল। ভালো থাকবেন।
বিষণ্ন সুমন কবিতাটি অনেক সুন্দর লিখেছেন
অশেষ ধন্যবাদ রইল। শুভ কামনা।
শাহ আজিজ ভাবি সুখের স্পর্শ দূরে থাক সুখের দেখা তা নাইবা হউক আর দুঃখ গুলো না দাঁড়াক ব্যথা গুলো সব মুছে যাক। চমৎকার উচ্চারন।
অশেষ ধন্যবাদ রইল। শুভ কামনা আপনার জন্য।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

জীবন জুড়ে নিঠুর নিয়তির যে অবহেলার খেলা বিদ্যমান তার বিষাদি স্পর্শ কবিতায় ফুটে উঠেছে।

২২ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫