রাহেলার সংসার।

অন্ধ (মার্চ ২০১৮)

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
উনুনে হাঁড়ি বসাবার চাল নেই,কিন্তু উদর রাক্ষস
খাদ্য চাই তার।তিন-তিনটে সন্তান অনাহারে
কেঁদে কেঁদে অবশেষে পেরেশোন।জরাজীর্ণ
সংসার রাহেলার,এতটুকু খাব্ নেই।

রাহেলার চলমান সংসার।দু’বছর আগে
কলিমদ্দি নামক তার পাষন্ড স্বামী তাকে ছেড়ে
সুখের আশে অন্য রমনীর হাতে হাত রেখে
সুদূরের পথে দিয়েছে পাড়ি। সহায়হীন রাহেলার
সংসার আজ চলমান।আজ এখানে তো কাল ওখানে
তিন সন্তানকে সঙ্গী করে রাহেলার চলাচল।

তবুও চলে যায় রাহেলার সংসার। কষ্টের আঁসু
তার নেত্রদ্বয়ে অবিরাম বসতি গড়ে,বস্তির আবাস
তাকে ত্যাগ করেছে সেই কবে। চলতে চলতে রাহেলার
সংসার অবশেষে আশ্রয় খুঁজে পায় ফুটপাতে।

সম্বলহীন রাহেলার সংসার। সঙ্গী তার তিনটে
সন্তান।আগামি দিনের ভোটার। অবহেলিত জন।
জন-অরণ্যে স্ব-জাতির অবহেলায় তাদের বেড়ে ওঠা
চুপচাপ চেয়ে দেখে সময়, আজকাল রাহেলা
যেদিকেই তাকায় দু’চোখে দেখে শুধু ওয়েসিস।

থেমে থাকে না কিছুই,অর্ধাহারে অনাহারে তবুও
চলে রাহেলার সংসার।চলাচল তাকে বলে না,
প্রতিনিয়ত সমাজের চাপে রাহেলা হয়ে যায়
জেরবার।চুপচাপ রাহেলা শিশু সন্তানদের
মুখপানে চেয়ে রয় ,আর ভাবে শুধু ভাবে-কেন,
কেন আমরা সবাই হলাম এ জীবনে কমবখত।

পথিমধ্যে পরে রয় রাহেলার সংসার। না খেয়ে-
আবার কখনো কিছু কাজের বিনিময়ে খাদ্য
জোটে তাদের উদরে।তখন খেয়ে চলে অভাগী
রাহেলার সংসার।এভাবেই শত শত রাহেলার
সংসারে বেড়ে ওঠে আগামি দিনের ভবিষ্যত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাদিক ইসলাম আবার পড়লাম রাহেলার কষ্টের কাহিনী। শুভেচ্ছা ও ভোট রইলো।
ধন‌্যবাদ অশেষ। ভালো থাকবেন।
সময় পেলে গল্পে ঘুরে যাবেন। শুভ কামনা। আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাবো আপনার কাছে। আশা নিয়ে রইলাম।
সাদিক ইসলাম ভালো হয়েছে। শুভ কামনা।
অনেক ধন্যবাদ।পাতায় আমন্ত্রণ রইল।
অবশ্যই যাবো। ইতিমধ্যে গিয়ে কমেন্ট ও ভোট করেছি। আমার পাতায় আমন্ত্রণ।
বালোক মুসাফির এক কথায় অসাধারন ভালো একটি কবিতা। কিন্তু কবি বন্ধু আমার এই কবিতায় এই সংখ্যার বিষয় বস্তুর কোন মিল খুঁজে পাইনি। তবুও শুভকামনা নিরন্তর সাথে আমার গল্প ও কবিতার পাতায় আমন্ত্রণ ।
ধন‌্যবাদ প্রিয়কবি। রুপক অর্থে মিল রয়েছে,মূলতঃ এই কবিতার মাধ‌্যমে বুঝা যায় সমাজের আমরা সবাই অন্ধ,হাজারো রাহেলাদের কেউ চিনি না দেখি না খোঁজও রাখিনা।
সালসাবিলা নকি খুব ভালো লিখেছেন। বিষয়বস্তুও ভালো লেগেছে। শব্দচয়ন ও প্রয়োগে আরও যত্নশীল হলে আপনার কবিতাগুলো অনবদ্য হয়ে উঠবে।
অনেক ধন‌্যবাদ আর শুভেচ্ছা রইল।
মামুনুর রশীদ ভূঁইয়া যেদিকেই তাকায় দু’চোখে দেখে শুধু ওয়েসিস... তিনটি অবুঝ শিশু নিয়ে চলে রাহেলার সংসার। দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠে পাঠকের হৃদয়। দুঃখিত কবি, একটু দেরী হয়ে গেলো মতামত জানাতে। পছন্দ, ভোট ও শুভকামনা অঞ্জলি ভরে। আসবেন আমার গল্প ও কবিতার পাতায়।
ম নি র মো হা ম্ম দ মুখপানে চেয়ে রয় ,আর ভাবে শুধু ভাবে-কেন, কেন আমরা সবাই হলাম এ জীবনে কমবখত।।।শুভকামনা নিরন্তর! সময় হলে আমার কবিতার পাতায় এসে আপনার মন্তব্য জানালে অনুপ্রাণিত হব।
মোঃ নুরেআলম সিদ্দিকী চমৎকার কাহিনী সম্বলিত কবিতা। অনেক ভালো লাগলো, কিন্তু বার বার রাহেলার সংসার কথাটি কেমন যেন খাঁপ কেটে দেয়, তবুও বলবো সুন্দর হয়েছে। শুভকামনা নিরন্তর ভাই....
মোঃ মোখলেছুর রহমান আসমানীর বিয়ে হলেও সম্ভবত এরকমই হত,ভাগ্যিস বিয়ের কথা কবি বলেননি।ধন্যবাদ ও শুভকামনা শরীফ ভাই।

২২ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫