একটি নগ্ন চিত্র

নগ্নতা (মে ২০১৭)

মোঃ ফরহাদ হোসেন
  • ১০
  • ২৯
পাগলী টা যে মা হয়েছে,
বাবা হয়নি যে কেউ।
কষ্ট টা দেখে বুক ভেঙ্গে যায়,
উঠে সাগরের টেউ।
অনাহারে থাকা সৃত্মিভ্রম সেকি,
যৌবনে ডুবে ছিল।
নাকি নরাধম পিচশ টা তার,
কামনা মিটিয়ে দিল।
ঘোর আন্ধারে পথ পাশে ঐ,
ঝরে যাওয়া ফুল সে তো।
কুড়াতে এসে ওঠিয়ে ছিল রকে,
কিছু সুভাস রয়েছিল।
তবে কি পাগলি মাসিক নামের,
ব্যাথাতে ভাসত সদা।
কামনারা আগুন মিটাত কে হেসে,
নিষ্ঠুর নিরবতা।
দশ দশমে বের হয়ে এলো,
তুষার শুভ্র দেহ।
মা হয়েছে পাগলি টা যে,
বাবা হয় নি যে কেহ।
মানবতা এত নিচে চলে গেছে,
নগ্নতা করে খেলা।
দূষ দুষনের খেলায় কত যে
কেটে যায় কারও বেলা।
এই যে শিশুটা বড় হবে আর,
জারজ বলবে সবে।
এতে কোন তার নাই দূষটুকু,
কেউ কি ভেবেছে কবে।
নর পিচাশ টা রাতের আধারে,
পালিয়ে গেছে কবেই।
পাগলি টা যে ভুলতে পারেনি,
সুখ পেল প্রসবেই।
নগ্নতা আর কত নামে নিচে,
কত করে নোংরামি,
যাবে না এ কালি ধোও যদি তবু
ঢেলে দুনিয়ার পানি।
পাগলি টা যে মা হয়েছে,
বাবা হয় নি যে কেউ,
নগ্নতা যে ছেয়ে গেছে চর,
সাগরে গর্জে ঢেউ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মোখলেছুর রহমান bastobdhormi kobita. sondo somporke socheton hoa proyojon.
আহা রুবন ভাল কিন্তু ছন্দ গড়বড় হয়ে গিয়েছে । শুভেচ্ছা রইল ।
রুহুল আমীন রাজু বেশ ভাল লাগলো । ( আমার লেখা ' মেকআপ করা বৃষ্টি ' গল্পটি পড়ার আমন্ত্রন রইল )
নাজমুল হুসাইন যে বাস্তবতা বুঝাতে চেয়েছেন,তা এই সমাজের নগ্নতার সত্য একটা চিত্র,ভোট দিলাম।তবে আরও সাবধানী হতে হবে।আমার পাতায় আমন্ত্রন রইলো ভাই।
কাজী জাহাঙ্গীর ভাই ছন্দ কবিতা লিখতে গেলে তাল মাত্রা লয় অনেক কিছু ভাববার আছে, তার চেয়ে ছন্দের পিছে না ছোটাই ভাল। এখন সবই এলেবেলে হয়ে গেল, তবুও চেষ্টা করেছেন সেজন্য অনেক শুভকামনা। লিখতে থাকুন, সমৃদ্ধি কামনা করছি।
মোঃ নুরেআলম সিদ্দিকী ওহ! দারুন হয়েছে, তবে সামনে আরও কাব্যিকতা চাই.... শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।
Dr. Zayed Bin Zakir (Shawon) Chhonde chhonde ki sundor korei na bollen nirmom bastobotake. Shuvessa roilo. Amar kobitay amontron.
প্রতীক comotkar lekhecen. vote dilam. ei songkhay amar kobita porar amontron roilo.

০৮ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪