ঐশ্বরিক চাওয়া

ঐশ্বরিক (মার্চ ২০১৭)

মোঃ ফরহাদ হোসেন
  • ১৮
অনন্ত সুখ খোদা, নাই দিলে তার সুধা।
নিওনা কখনো সেই সুখ।
সব ভুলে যায় আমি,চোখে এসে যায় পানি।
দেখি যবে হাসি ভরা মুখ।
বেহেস্ত চেয়েছি কবে, চাও যদি, নাই দিলে।
চাইব না কভু তাতো জানি।
খুশিই তো হব বেশি, জননীরে দিলে হাসি।
মুছে যাবে সব শুক গ্লানি।
বড় হবার অধিকার, নাই আছে,নাই দিলে।'
তাতে কিছু যায় নাকি আসে।
যুগ যুগ ধরে আমি,সুভাস পেয়েছি জানি।
বড় তো হয়েছি তার কাছে।
জননীর দুঃখটা, মুছে দিলে, ওগো খোদা।
কি যে খুশি হব জানি না।
থাকবেনা কোন চাওয়া, সবই হয়ে যাবে পাওয়া।
ভুলব সকল বেদনা।
আকাশের চাঁদ কভু, চাইবনা ওগো প্রভু,
জেন নিও অসীম চাওয়ায়।
স্বর্গ নরক যত,কি আছে জানিনা তত।
সবই পাওয়া মায়ের পাওয়ায়।
আমি যদি হয় পাপী,যদিও করনা মাফি।
মায়ের বেহেস্ত শুধু দিও।
চাও যদি রাজি তাতে, দিও সাজা নিজ হাতে।
দুযখে আমায় পুরে নিও।
ছোট জনমের তরে,ওঠায়েছি যা যা ঘরে,
তার সম হবে না এক বিন্দু।
তিল তিল করে ঘরে, মানুষ করেছে মোরে।
ভোগ করে বিষাদের সিন্ধু।
ওগো প্রভু আজ আমি, মায়ের তরেতে জানি,
চাই সুখ, চাই শত সুধা।
মায়ের সুখেতে সুখ,হাসিতে ভরিবে মুখ
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) আমরা যেন কেমন স্বার্থ পড় মত , আরে এটা আমাদের প্ল্যাটফরম এখানে আমরাই সব তাই আমরা আমাদের সবার লেখা পড়ি দেখার চেষ্টা করি।আসুন সবার পাতায় নিজ থেকে ঘুরে আসি। আর তার লেখা পড়ে...... আবার বলছি পড়ে মন্তব্য করি ।
মোঃ নুরেআলম সিদ্দিকী ওগো প্রভু আজ আমি, মায়ের তরেতে জানি, চাই সুখ, চাই শত সুধা। মায়ের সুখেতে সুখ,হাসিতে ভরিবে মুখ --- ওহ নিশ্চয়ই ভালো লেগেছে। ভোট দিলাম। শুভকামনা ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।

০৮ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪