অথর্ব্য ঋণের দেবতা ও বেকার স্বাধীনতা

ঋণ (জুলাই ২০১৭)

রাদরিভ ফারহান সোহান
  • ১০
ঋণ সব শেষ। স্বাধীনতার ঋণ কিই'বা বাকি আছে?
সব ঋণ শেষ। শহীদদের ভুলে যাওয়াও চলে।
আস্তিক হয়েছি, নাস্তিক হয়েছি হতে পারিনি মানুষ কেবল।
বঙ্গবন্ধু বেচে নেই সেই ভাল। সোনার বাংলায় সহ্য হতোনা শুওরের পাল।

ঋন সব শেষ। স্বাধীনতার ঋণ আর নেই কোনো।
সব ঋণ শেষ। শহীদদের ভুলে যাওয়াই ভাল।
দেশের কলিজায় রেখে জোকের লালা, জাতীর বিবেক সংবাদ করে ভিনদেশী ভুভুজেলা।
সাগর রুনি বেচেছে খুন হয়ে। এ বাজারে টাকাটাই দামি।

ঋণ সব শেষ। স্বাধীনতা এমনিতেই এসেছে।
সব ঋণ শেষ। শহীদেরা না হলেও স্বাধীনতা হতো।
গলা ফাটায় কথিত প্রগতি, মূলত স্বাধীনতার ঘুনপোকা। জানি চোরের মায়ের বড় গলা।
জাহানারা ইমাম ভেস্তে যাক, স্বাধীনতা বেচে খাক চেতনার রঙধারি সাপ।

ঋণ সব শেষ। স্বাধীনতা আগে থেকেই ছিল।
সব ঋণ শেষ। শহীদেরা এমন করেছেটা কি?
মৌলবাদের পদতলে আদালত পিষ্ট, আতেলের সৎ মায়ের খুনের বিচারে সংস্কৃতির হয় ফাঁসি।
জয়নুল আবেদিন মুছে যাক, ভাতের বদলে ভোট যাক পেটে।

ঋণ সব শেষ। স্বাধীনতার দরকার ছিলনা কোনো।
সব ঋণ শেষ। শহীদেদের যতসব বাড়াবাড়ি।
ক্ষমতার কুঠারে বিচ্ছিন্ন মানবতার দেবতা।
কাঁটাতারের সাইনবোর্ড হয়ে ঝুলে থাকে ফেলানী আর ফেলানীর ভাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) স্বাধীন দেশের এই যে পরাধিনতার সেকল এ বড় জ্বালা দেয় । বেশ কিছু দগ্ধ বিষয় নিয়ে আপনার লেখা কবিতা বেশ বাহবা পাবে এই আশাই করছি। আমার ভাল লেগেছে।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই। দোয়া করবেন।
ফারজানা ইসলাম চমৎকার। এমন কবিতা পারে মানুষকে প্রতিবাদি করে তুলতে। এগিয়ে যান। ভোট রইল।
মোঃ নুরেআলম সিদ্দিকী ছন্দের মিল রাখতে গিয়ে আপনি অনেক কিছু এলোমেলো করে ফেলছেন। সে দিকে খেয়াল রাখতে হবে। অনেক শুভকামনা ও ভোট রইলো।
পরামর্শ ও শুভ কামনার জন্য ধন্যবাদ ভাই। দোয়া করবেন।
রাদরিভ ফারহান সোহান সকলকে ধন্যবাদ। আশাকরি সবাই ভোট দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন।
আফরিন সামান্তা অসাধারন। ভোট রইল। হাইয়েষ্ট ভোট রইল।
মোঃ মোখলেছুর রহমান ভাতের......পেটে,অসাধরন,ভোট রইল।
ধন্যবাদ ভাই। দোয়া করবেন।
নূরনবী সোহাগ এ সৃষ্টি কেবল আজকের জন্য নয়... আগামীর জন্যেও বটে
কোন সৃষ্টির কথা বলেছেন ভাই?? আর ভাল লাগলে দয়া করে ভোট দিয়ে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন।
ইমরানুল হক বেলাল মর্ম উপলব্ধি কবিতা । বেশ কঠিনস্বরে লেখনশীল! মুগ্ধ হয়ে গেলাম । ভোট এবং মুগ্ধতা রেখে গেলাম কবি ভাই। । আমার পাতা
দোয়া রইল। দোয়া করবেন ভাই।
রুহুল আমীন রাজু বড় কঠিন বাস্তব ও আক্ষেপের কবিতা ... মন ছুঁয়ে গেল । অনেক শুভেচ্ছা । ( আমার পাতায় আমন্ত্রণ রইলো )
ভাল লাগলে দয়া করে ভোট দিয়ে সহায়তা করবেন।

০৭ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪