অভিমানী সুর

বাংলা - আমার চেতনা (ফেব্রুয়ারী ২০২২)

মোঃ নুরেআলম সিদ্দিকী
মোট ভোট ১৬ প্রাপ্ত পয়েন্ট ৪.৫
  • ৩৪৮
পুরনো কবিতার ঢেউ ভাঙা সুরে তোমার নির্ঘাত নিঃসঙ্গতা খুঁজে পেয়েছি!
বলা হয়নি, এক শূন্যতার অসুখে বিভোর হওয়া গল্প-
এক ছায়াজীবন পথে হেটে চলতে চলতে হঠাৎ বেজে উঠলো হুইসেল-
দেখা মিলল ক্লান্তিহীন স্বচ্ছ বৃষ্টিজলের;
রোডের দুইদিকের দুজনের বিপরীতে হেটে চলা সে পথের সমাপ্তি
ক্রান্ত করে ফেলে আমাকে আর স্বপ্নময়ী বর্তমানকে!
বলেছিলে- একদিন ফিরবে,
হারিয়ে যাওয়া এ জনতার ভীড়ে খুঁজে নিবে প্রিয়মুখ-
মুছে দিবে দু’চোখের ভ্রান্তিবিলাশ-
মুছে দিবে শর্বরী মেঘে ঢাকা অনুতাপ-
আর বুকের অন্ধকূপ বেয়ে হেটে চলা নির্জনতার সরীসৃপ-
-মুঠোমুঠো হাসি আনবে
-ভালোবাসা, প্রেম-প্রীতি জাগিয়ে তুলবে
-বেদনার ধ্বংসস্তুপ সরে গিয়ে আলোকিত হবে চিলেকোঠার ঘর!
উচ্ছ্বাসিত মেঘ আর বৃষ্টিকে সঙ্গী করে খোঁজা হলো কত তেপান্তর পথ-
অথচ দুঃস্বপ্নের মিছিলে জয় হলো মন খারাপের অনুরাগ;
সে ভ্রান্তি আর প্রতীক্ষার নীল ঢেউ আজ আমার অব্যক্ত অভিমান-
বিষণœতার উচ্ছিষ্ট দহন!
এ লোবানমুখী জীবন আজো আমাকে ভীষণ করে ভাবায়
আজো অবধি ভীষণœতার ঝড় তুলে একাকার করে দেয়-
অথচ আজো দাঁড়িয়ে থাকে অভিমানী ভার্জিন চাঁদ
ফের ফিরে আর আসো না তুমি!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মোখলেছুর রহমান দাদু অনেকদিন পর আলাম।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০২২
মোঃ মাইদুল সরকার বেদনার ধ্বংসস্তুপ সরে গিয়ে আলোকিত হবে চিলেকোঠার ঘর! উচ্ছ্বাসিত মেঘ আর বৃষ্টিকে সঙ্গী করে খোঁজা হলো কত তেপান্তর পথ- অথচ দুঃস্বপ্নের মিছিলে জয় হলো মন খারাপের অনুরাগ; দারুণ লাগলো কবিতার এই আকুলতা। কিন্তু শেষে এসে ভার্জিন চাঁদ উপমাটা বেক্ষেপ্পা মনো হলো। ভার্জিনের যায়গায় বিরহী কিংবা একাকী এর মত বাংলা শব্দ ব্যবহার করা হলে শ্রুতিময় হতো। কবিতায়++++ এবং ভোট।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০২২
ফয়জুল মহী অসাধারণ ভাবনাময় কবিতা, খুব ভালো লাগলো। শুভেচ্ছা ও শুভ কামনা অবিরাম।
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০২২

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

একটা আবেগ থেকে প্রেম, ভালোবাসা জন্ম নেয়। ধীরেধীরে সেটা অনেকদূরে আগাতে থাকে। হঠাৎ কোন কারণে আলাদা হয়ে যায় দুজনের পথ। তখন একজন অন্যজনের বিপরীত পথে হাঁটতে থাকে। কিন্তু ভালবাসার এক পর্যায়ে গিয়ে তাদের যে কথাগুলো হয়েছিল, হারিয়ে গেলেও একদিন খুঁজবে, ভালোবাসার জয় হবে____ সেগুলো প্রেমিক/ প্রেমিকা ভুলে যায়। উক্ত লেখাতে আমি প্রেমিকার সে কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি। আজো প্রেমিক তার অপেক্ষায়, অথচ প্রেমিকার এখনো দেখা মিলেনি। আশা করি লেখাটি বিষয়ের সাথে মিল রয়েছে।।

২২ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৬৯ টি

সমন্বিত স্কোর

৪.৫

বিচারক স্কোরঃ ২.১ / ৭.০ পাঠক স্কোরঃ ২.৪ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪