প্রেমালপ

ঐশ্বরিক (মার্চ ২০১৭)

মোঃ নুরেআলম সিদ্দিকী
  • ৫৮
  • ১৮
  • ৯৫
কতকাল ধরে যেন তার দিকে
চাহিয়া থাকিতে লাগিলাম,
হঠাৎ তার মুচকি হাসি দেখিয়া
আমি পাগল হয়ে গিয়েছিলাম।
.
মনে হয় শত-শতাব্দী পথ পেরিয়ে
এসেছি তার কাব্যিক প্রয়োশনে,
কত গল্প পাতায় রেখে
পড়িয়াছি তার অনুনয় করা দু’চোখে।
.
নিরঞ্জন করা তার হৃদয়ে
হয় তো ভেসে উঠিয়াছে বাশি,
মিষ্টি ভাবের প্রেমালপে
বোঝাতে চেয়েছে ভালোবাসি।
.
নিরালোকে ডানা মেলিয়া
গঞ্জনা করিতে থাকিলো,
নির্বোধ পাখির মত সে
স্বীয় হৃদয়ে স্বগত করিলো।
.
প্রণয় করা তার আঙ্গিক
বিচ্ছেদের আবরনে,
ভেসে উঠিলো ছাপ
তারই মনে।
.
কত জনম যেন জনন করিতে হল
তার দেয়া গল্পে মোর ভাবনায়,
তার দেখা না পেলে আমি
অন্য জগতের হয়ে যেতাম প্রেমময়ী।
.
তার সে প্রেমবান করা দু’চোখে
লহর ভাঙ্গানো দেখিয়া হাসি,
চিরাচরিত আকুলতার প্রহরে
হইয়া গিয়াছি তার বাসিনী।
.
প্রকৃতির সাথে মিলাইয়া তারে
রাখিতে হত না অপেক্ষা,
তার পাথেয় চিহ্ন করিয়া
লেখা হত বোর্ডে তুলির দ্বারা চবি আঁকা।
.
বিস্তৃত্ব পথ বাঞ্চনা করিয়া
নিরাসে হত তার দেখা,
অভিমান নিয়ে বসে থাকিয়া
কেমন যেন হইয়া থাকিতো আঁকা-বাকা ।
.
বোকা প্রাণীর মত কখনও তারে
দেখিতাম নিরবে বসিয়া আছে,
কখনও সৌরভ মাখা নয়নে দেখিতাম
টলমল করে পানি ঝড়ছে!!
.
হাত নাড়াইয়া আঙ্গা করিতে চাইয়া
বাড়ন হইয়া গিয়েছিলাম,
চৌকাঠের এক কোণে নিশ্চুপে বসিয়া
তাহারে দেখিতে লাগিলাম,
কোনো উত্তর না পাইয়া
নিজের অলোকুনে বাড়ন্ত ভাবনা
আপন করিয়া নিলাম।।
.
কোনো একদিন দেখিলাম তারে
অসুস্থ্য দেহ নিয়া কনকের মত পড়িয়া আছে,
আমায় দেখিয়া শিহরিত হইয়া
বিচানায় পড়িয়া গিয়াছে।
.
অনামিকার কত প্রহর
চাইয়া থাকিতাম দেখিবার প্রয়াসে,
দেখিলে আমায় চলিয়া যাইতো
অভিমান করার আশ্বাসে।
.

কখনও যেন তারে
পেয়েছিলাম অনামিকার পথে,
অনুনয় করে আমি থেকে ছিলাম
কত ঘুম হারামের রাতে।
.
বিবর্ণ এই মনের অগোচরে
ভালোবাসিয়াই গিয়াছি তারে,
বলা হল না মুখের আঙ্গিকে
কত ভালোবাসার লুকোচুরি তাকে নিয়ে।
.
ঐশ্বরিক কত স্বপ্ন নিয়ে
এক দিন চলে যেতে হল তাকে ছেড়ে,
অভিমান, অনুনয়, আকুলতার দৃশ্যপাত করে
ভিন্নবাসী জিবনের আর্তনাদে!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আকেল হায়দার সাম্প্রতিক সময়ের কবিতা বেশী বেশী পড়ার অনুরোধ থাকলো। ভালো,লিখতে থাকুন।
এই মেঘ এই রোদ্দুর সুন্দর তবে সাধু চলিত মিক্সড হয়ে গেল
মন্তব্য করার জন্য অফুরান কৃতজ্ঞতা নিবেন..... ভালো থাকবেন, শুভকামনা রইলো।
নাজমুল হুসাইন কবিতার স্বপ্নে অনেক দূর ঘুরে আসুন,দোয়া রেখে গেলাম।
অসংখ্য ধন্যবাদ নিবেন। ভালো থাকবেন। শুভকামনা রইলো।
Azaha Sultan আর একটু মনোযোগী হওয়া উচিত......তবে ভাল....
অসংখ্য ধন্যবাদ নিবেন দাদা। দোয়া করবেন, ভালো থাকবেন। শুভকামনা রইলো।
ইমরানুল হক বেলাল সাধু ভাষাতে খুব সুন্দর হয়েছে কবিতাটি । দুয়েকটা বানান ছুটে গেল । এই ব্যাপারে সচেতনতা রাখবেন দরদী, ভোট ও মুগ্ধতা রেখে গেলাম ।
অসংখ্য ধন্যবাদ নিবেন প্রিয় দাদা। বানান ভুলের জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন দাদা। ভালো থাকুন। শুভকামনা রইলো।
মুসকিল আহসান খুব সুন্দর,,ভোট রইল,,
অসংখ্য ধন্যবাদ দাদা। শুভকামনা রইলো।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) কিছু কিছু যায় গায় গল্পের ধারা লাইন চ্যুত হয়েছে । বানান ও ভুল আছে অনেক । কবিতার মর্ম ভাল ছিল । সুভেচ্ছা
মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন। শুভকামনা রইলো।
জাহেদুল আলম জাহেদ যা হোক দাদা, প্রথম দিকে খুব হাসলাম আর শেষে একটু কষ্ট পেলাম। ভালো লিখেছেন। অনেক অনেক ভালো লাগলো দাদা। চালিয়ে যান। শুভকামনা রইলো।
অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার প্রতিও শুভকামনা রইলো। আর গল্প কবিতায় স্বাগতম আপনাকে।
জাহেদুল আলম জাহেদ দাদা এত ভাব ভঙ্গি করেও বলতে পারলেন না বোঝি " ভালোবাসি... বেশ তো। মজা পেলাম দাদা।
দাদা সবার জিবনে এমন কিছু হয়ে থাকে। আপনি বোঝতেও পারবেন না কিংবা এক সময় আপনি অবাক হয়ে যাবেন --- এত কাছে পেয়েও কেনো আমি তাকে ভালোবাসি কথাটি বলতে পারলাম না!! যেটা নীচের চারলাইনের আগে ফুটে ওঠেছে-----(
নিশাত তাসনিম ভোত রইল। ভাল হয়েছে
অসংখ্য ধন্যবাদ দাদা----( শুভকামনা রইলো

২২ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৬৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪