কৃষ্ণ কলম্কিনী

অবহেলা (এপ্রিল ২০১৭)

মাসুম রানা
  • ১৪
  • ১৭
শূন্য অঙ্গন, ভেজানো বহির্দ্বার -মানুষের বার্তা তো দিল না!
তবু আমি তাকিয়ে ছিলাম,
দূর পথের দিকে যদি ফিরে আসে কৃষ্ণ কলম্কিনী,

সেই কবে গিয়েছিলো তীর্থের পথে।
দিয়েছিলো কথা ফিরিবে হেতা, আমার এ ছোট ঘর,
সেই থেকে আমি প্রতিক্ষায় থাকে।
কাটিয়েছি শতবছর,

সেতো আমার কৃষ্ণ কলম্কিনী,
যদি আমাদের যুগল - মিলনে ফুটিয়া ওঠে তার মুখ পানে।
আমি প্রকৃতি হয়ে মিসে যাবো ঐ বাতাসে,
মিসে যাবো তার অঙ্গে যতন করে।

সেই চলে গেছে তীর্থের পথে, আমার কৃষ্ণ কলম্কিনী,
এতো দিন যারে রেখেছিলাম মনে,
সে কি তবে করেছে দেহত্যাগ?
ছেড়েছে ধরনীর মায়া!

ধুর বালাই, ষট্ একি ভাবে মন,
দক্ষিনা বাতাসে কার কন্ঠ ভেসে আসে,
এ'যে আমার কৃষ্ণ কলম্কিনী।

ধরেছে গান,
সেই সুর হায় মন ছুয়ে যায়!
"লোকে কয় আমি কৃষ্ণ কলম্কিনী
সখি সেই গরবে গরবিনী গো,
আমি গরবিনী "
আমার কৃষ্ণ কলম্কিনী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহা রুবন খুব ভাল লেগেছে । এগিয়ে চলুন', শুভ কামনা রইল।
সেলিনা ইসলাম চমৎকার কবিতা বেশ ভালো লাগলো 'বালাই ষাট' শব্দটার মাঝে কমা হবে না। আরও সুন্দর সুন্দর কবিতা লিখুন সেই প্রত্যাশায় অনেক শুভকামনা রইল।
আলমগীর কাইজার খুব সুন্দর লিখেছেন, শুভকামনা রইলো।
রংতুলি ভাল লিখেছেন মাসুম ভাই। অসম্ভব সুন্দর শব্দ চয়ন। একটা ভোট রইল। আর আমার পাতায় আমন্ত্রন।
জয় শর্মা (আকিঞ্চন) বলিব কী আর, কবিতার ধার, সে তো রয়েছে অটল! খুব সুন্দর। (সাধু/চলিত যে কোন একটি প্রয়োগ হলে হয়ত আরো ভালো হতো।) শুভকামনা।
ধন্যবাদ আলোচনার জন্য
অনল গুপ্ত সাবাস মাসুম ভাই বাউল-এর মত তোমার মনটা
আলমগীর সরকার লিটন ধুর বালাই, ষট্ একি ভাবে মন, দক্ষিনা বাতাসে কার কন্ঠ ভেসে আসে, এ'যে আমার কৃষ্ণ কলম্কিনী। -----বেশ লাগল
কাজী জাহাঙ্গীর ফিরিবে হেতা/মিলনে ফুটিয়া ওঠে তার/মাসুম ভাই শুরু করেছেন চলিত ভাষায়, কিন্তু কিছু কিছু জায়গায় সাধু ভাষার মিশ্রণ পড়ার তালে বিঘ্ন ঘটাল, আর অবহেলা ত ফুটে উঠল না। তবুও অনেক অনো শুভকামনা আর আমার পাতায় আমন্ত্রণ।
ধন্যবাদ আপনার আলোচনার জন্য

১২ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বপ্নলোক”
কবিতার বিষয় "স্বপ্নলোক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৫