তারাও মানুষ

নগ্নতা (মে ২০১৭)

আমিনুল ইসলাম
  • ১০
  • ২০

কাম-দেবীর কি আকর্ষণীয় যৌবন!
ফি নিশিতে রাজাদের হয় আগমন।
রাত্রি আটের পর তাদের আনাগোনা
স্থান;পার্ক,লেক,কিংবা সিনেমা হলের মন্দ কোণা।

কাম-দেবীকে কেউ কেউ ব্যাশ্যা বলেন
কিন্ত দেবীর কাছে ওটাই যে জীবিকা
হায় রে সমাজ--
সমাজের চক্ষুগোলকে যার কর্ম সব নোংরামি
কাস্টোমারদের কাছে সে রুপের রানী।

যে সমাজপতি কাম-দেবীর দেহ ভক্ষণ করে
সেই সমাজপতিরাই তৎক্ষণাৎ ভৎসনাও করে।
দেবী অভাব,অনাটনে গিয়েছিল তো দাঁড়ে দাঁড়ে,
কিন্তু জুটেছিল পৃথিবী সমান শূন্য তার ভাঁড়ে।

কেউ কেউ তাদেরকে নিশি কন্যা ডাকে,
আবার চুম্বন করে টকটকে লাল দুইগালে।
অবশেষে তারাও মানুষ।
তার কাম-বাসনা শুধুমাত্র জীবিকার তাগিদে।
সমাজপতিদের কাম-বাসনা শেষে
লাত্থি দিয়ে ফেলে দেয় দেবীকে ভাঁগাড়ে।

সমাজপতির কাম-দেবী
কখনো নিশি কন্যা,কখনো রাতের পরী।
দেবীর দরকার মাত্র কয়েকটা পয়সাকড়ি,
তাই নিশিতে করে নিজের দেহ বিলি।

ফি রাত্রিতে সমাজের চাহিদা মিটিয়ে
দুই-পয়শা কামিয়ে--
বাড়ি ফিরতেই,অসহায় সন্তানেরা ঘিরে ধরে
অথবা পিতামাতারা ঔষধের পোটলাটা খোঁজে।

অবশেষে নীড়ে ফিরে তারাও মানুষ,
রাত্রেই শুধু তার চরিত্রের ভিন্নতা
কেউ বলে নিশি কন্যা,কেউবা বলে রাতের পরী
অভাব,অনাটনে নিশিতে হয় তারা কাম-দেবী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এহতেশামুল হক অনেক সুন্দর কবিতা
Md. Abu bakkar siddique আরও লিখা যেত, তবে অনেকে ভাল
রুহুল আমীন রাজু অনেক সুন্দর কবিতা... ( আমার লেখা ' মেকআপ করা বৃষ্টি ' গল্পটি পড়ার আমন্ত্রন রইল )
কাজী জাহাঙ্গীর বক্তব্য ঠিক আছে কিন্তু প্রকাশ ভঙ্গিটা আরো কব্যিক করা যেত। আর এই লাইনটা ‘দেবী অভাব,অনাটনে গিয়েছিল তো দাঁড়ে দাঁড়ে’ লেখকের শব্দ গঠন শৈলীির দুর্বল ভীত প্রকাশ করে, অন্তমীলের পিছনে ছোটার দরকার কি। লেখাকে সাবলীল করতে পারলেইত হল তাই না। অনেক শুভকামনা আর আমার পাতায় আমন্ত্রণ।
জয় শর্মা (আকিঞ্চন) যৌক্তক উপলব্ধি! খুব ভালো লাগলো, আমার পাতায় আমন্ত্রণ।
প্রতীক comotkar lekhecen. vote dilam. ei songkhay amar kobita porar amontron roilo.
আলমগীর কাইজার খুব সুন্দর, চিন্তার গভীরতা অনেক, সবাই যে মানুষ এই উপলব্ধি মহান। ভোট ও শুভকামনা রইলো, আমার পাতায় আমন্ত্রণ রইলো।

১১ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪