এবং ধর্ম আর ভালবাসা

অন্ধ (মার্চ ২০১৮)

ইন্তিখাব আলম
  • ১৭
হে মহামানব সভ্যতার মানুষ, আমি ধরণীর বুকে মানুষ হয়ে জন্ম নিয়েছি, কোন ধার্মিক হয়ে নয়।
আমি বেহেস্ত, স্বর্গ চাই না, আমি চাই ধরণীর বুকে মানুষকে ভালবাসতে, ভালবাসার গান বলতে।
আমি দেখেছি কত অসাহায় প্রেম ঝড়ে গেছে
ধর্মের নামে, কত ভালবাসার মুকুল মৃত্যুর গর্ভে হারিয়ে গেছে, কেউ মনে রাখেনি তাদের।
আমিতো এমন ধর্ম চাইনি, যে ধর্মে দুটি জীবন্ত প্রানের ভালবাসার বিনাশ ঘটায়।
যেখানে ভালবাসা আটকে যায়, ও হিন্দু না মুসলিম।


যেখানে ধর্মেরষাঁড়েরা মেনে নেতে পারে না দুটি প্রাণের প্রণয়ের ভালবাসা,
মুক্ত করে দিতে পারে না ধর্ম থেকে, ছিনিয়ে নেয় স্বপ্নে দেখা কুঁড়ো ঘর, কোন নিশিত রাতে, জ্বলন্ত ধর্মের অগ্নিদাহে।
ধর্মেরষাঁড়েরা চিৎকার করে বলে ধর্মকে ভালবাসো, আমি চিৎকার করে বলি কেন মানুষ কে নয়?


ওই মানুষটা কে আমি ধার্মিক মনে করি না,
যে মানুষটা ধর্মের দোহাই দিয়ে নিষ্পাপ ভালবাসার মৃত্যু ঘটায়।
তারা মুসলিম হতে পারে, তারা হিন্দু হতে পারে , অথবা অন্য সম্প্রদায়ের মানুষ।
হয়তো মানুষ বলাটা তাদের ভুল হতে পারে,
তারা অন্ধকারে লুকিয়ে থাকা পিশাচ, অধম, বনের পশু।
পশুর সঙ্গে তুলনা করা সার্থক না হতে পারে,
ওই বনের পশুরা দলবদ্ধ ভাবে নিজেদের স্নেহমমতা দিয়ে নিজের জাতিকে ভালবাসে।


আমরা গর্ববোধ করি আমরা শিক্ষিত মানবজাতি, যেখানে আমরা আধুনিক সভ্যতায় এসেও ধর্মের বেড়াজাল
থেকে বেড়াতে পারে নি, তবুও আমরা আধুনিকতার মানুষ।
সত্যিই ধিক্কার জানাই এই মানবসভ্যতাকে
যারা ভালাবাসাকে নিয়ে রাজনীতির রঙ্গমঞ্চে
নাটকীয় দৃশ্যে নিক্ষিপ্ত করছে ধর্মবোমা।
নিক্ষিপ্ত ধর্মবোমায় ওই ধর্মপ্রাণ মানুষটির কোন ক্ষতি সাধনের বহিঃপ্রকাশ নেই।


সত্যিই কি তারা ধর্মপ্রাণ ?
যারা সহিষ্ণুর ভাষা জানে না, অহিংসার বানী বুঝে না।
তাদের হিংসার বলি সহস্র তরুণ তরুণী, আর সাধারণ মানুষ।
ভালবাসার মানুষগুলি ভুলতে শুরু করেছে ভালবাসতে, ভালবাসার গান বলতে।
তোমাদের জন্য তারা আজ ভিতো, তারা থোমকে গেছে।
তাদের ভালবাসতে দাও, পৃথিবীকে তাদের ভালবাসায় রাঙিয়ে দিতে দাও।
ধর্মকে ভালবাসার মন্দিরে নিয়ে এসো না, ধর্ম থাক আপন মন্দির, মসজিদে,আপন হৃদয়ের অন্তরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুনুর রশীদ ভূঁইয়া ভাল লাগল। তবে আজ ভোট বন্ধ, দুঃখিত।
মাসুম পান্থ ভালো লাগলো, ধর্ম এবং ভালবাসা নিয়ে জন্মায় না।
মোঃ নুরেআলম সিদ্দিকী কবিতা খুব জমিয়ে তুলেছেন। ভালো লাগলো
মোঃ মোখলেছুর রহমান আপনার কবিতা বেশ আলোচনা সাপেক্ষ হয়তো আলোচনার অত সময় পাবনা,তবে যতটুকু জানি মানুষকে ভালবেসেই মানুষ ধার্মিক হয়,যেটা আব্রাহাম বিন আদাম হয়েছিলেন। কবিতার প্রকাশ ও বুনন বেশ ভাল।

০৭ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪