এই যে শুনছিস,
আচ্ছা সে কি এখনো আমার কথা মনে করে?
সে কি এখনো আমায় নিয়ে কেঁদে মরে?
তার তো আমাকে নিয়ে বাঁচার কথা ছিল,
তবে সে কেন সব কিছু ভেঙ্গে দিল?
এই তুই চুপ করবি,
তোর এসব ভাবতে লজ্জা করে না?
তবে শুনে রাখ তোকে সে কখনোই ভাবে না।
যদি সে তোকে বাসতে ভালো,
তবে কেন সেদিন ছেড়ে গেলো?
আরে শুন না,
তাকে এখন কে সকালে বিকালে দেয় কল,
তুই কি কিছু জানিস? তাহলে আমাকে খুলে বল।
কে তার রাখে খোঁজ খবর?
নাকি সব কিছুই দিয়েছে কবর।
কার কাছে শুনায় তার দুঃখের কথা,
নাকি আবার সব কিছু জমা রেখে বাড়িয়েছে বুকের ব্যথা।
কার সাথে এখন সে ঘুরতে বেড়োয়?
নাকি পুরনো সব স্মৃতি এখনো সে কুড়োয়?
কার উপর একটুতেই করে রাগ?
তবে কি নতুন কারো উপর বসিয়েছে ভাগ?
থামরে ভাই থাম,
তোর এই আবেগের নেই কোন দাম।
কতবার বলেছি ভাববি না কখনো এসব,
এমনিতেই তো হারিয়েছিস কতসব।
এবার বলি নতুন কিছু কর,
চিরদিনের তরে তাকে করে দেনা পর।
সে যদি নতুন কাউকে পেয়ে হতে পারে সুখি,
তবে তুই কেন তার স্মৃতি নিয়ে হতে যাবি দুঃঃখী।
আচ্ছা তুই কি জানিস সে এখন অন্য কারো?
নয় তো কি? এটা মিস্টার তুমিও বলতে পারো।
আরে না সে অন্য কারো পারে না হতেই,
এটা আমি বিশ্বাস করবো না কোন মতেই।
তবে তোকে কেন গেল ছেড়ে,
নিশ্চয় তার বুদ্ধি গেছে বেড়ে।
নতুন কাউকে পেলে , যাবে যদি চলে,
একেই কি ভালবাসা বলে?
তুই ওকে যেমন ভাবিস নয় কিন্তু সে তেমন,
সে কিন্তু খারাপ নয় অন্য মেয়েরা যেমন।
হয়তো সে রাগ করেই আছে আমায় ভুলে,
নয়তো সেদিন আমায় তোর সাথে দেখে উঠলো কেন জ্বেলে।
তুই যে বান্ধবী হইস সে কিন্তু সেটা জানে,
তবুও কেন সে বিষয়টা, নিতে পারতো না মেনে।
তার মানে তুই বলতে চাচ্ছিস সে এখনো বাসে ভালো,
জীবনটা তোর ভুল ধারনায় কেটেই বুঝি গেলো।
একবেলা সে আমায় না দেখে পারতো না থাকতে,
কেন তবে তুই তাকে মশাই পারলি না রাখতে।
আমিতো করেছি ভুল, মানছি হারে হারে,
তুই আমার কাছে থেকে দূরে সরে যারে।
বলছি তোকে শুনরে আবার ওরে আমার গাধা,
যেতে যে চায় তাকে কখনো রাখা যায় না বাঁধা।
তার কথা ভুলে নতুন করে জীবনের মূল্য বুঝ,
তার মতো মেয়েকে তুই অন্য কোথায় খুঁজ।
তাতো আমি খুঁজতেই চাই অন্য কারো মাঝে,
এ জীবনে হয়তো সেটা সম্ভব হবে না যে।
এখনো কি সে আমায় দূর হতে বাসসে তবে ভালো,
কোন একদিন তার মনেতে জ্বালিয়ে দিবো আলো।।
০৬ ডিসেম্বর - ২০১৬
গল্প/কবিতা:
৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫