হায়রে স্বাধীন বাঙ্গালি...!!!

স্বাধীনতা (মার্চ ২০১১)

স্বপ্নবন্ধু
  • ২৭
  • 0
  • ১৬
কিছুদিন আগে আমার চাচ্চুর সাথে দেখা করতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিভিল সার্জন এর কার্যালয়ে গিয়েছিলাম।অফিসে ঢুকতেই দেখলাম অনেকগুলো লোকের ভিড়।এক লোকের কাছে জানতে চাইলাম সেখানে কি হচ্ছিল। লোকটা বললেন সিভিল সার্জন এর সহকারী নিয়োগ পরীক্ষা চলছে।আমি জানতাম না আমার চাচ্চু পরীক্ষকের দায়িত্বে আছেন। ফোনে ওনাকে আমার আসার খবরটা বলতেই কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন।সে কারণে আমি বাইরে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম।হঠাৎ করে ভিতর থেকে ৪-৫ জন পরীক্ষার্থী বের হয়ে এল।এদের কাছ থেকে কি পরীক্ষা নিল তা জানার জন্য অপেক্ষমাণ পরীক্ষার্থীরা ভিড় জমাল। এদের মধ্য থেকে একজন বলল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কখন অর্থাৎ কত তারিখ শুরু হয়েছিল জিজ্ঞেস করেছে। এটা শুনে অপেক্ষাদের থেকে একজন বলে উঠল ২১শে ফেব্রুয়ারি।/:) অন্য জন বলে ২৬শে মার্চ।X((সেটা শুনে তো আমি রীতিমত চমকে উঠলাম। এটা নিয়ে ওদের মধ্যে হৈচৈ অবস্থা শুরু হল।আমার ভিতরটায় কেমন যেন শুরু হল। আর থাকতে পারি নাই ওদের কথায় জবাব না দিয়ে।আমি গিয়ে যিনি ২১শে ফেব্রুয়ারি বলছে উনাকে জিজ্ঞেস করলাম আপনি পড়া-লেখা কতটুকু করেছেন? তিনি বললেন মেট্রিক পর্যন্ত। চিন্তা করলাম মেট্রিক পাস করা একজন লোক ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুই জানেন না। ২১শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উনাকে বুঝানোর চেষ্টা করলাম। সে সব শুনে উনি তো আরো উত্তেজিত হয়ে গেল এবং ২৬শে মার্চ হলে যুদ্ধ ৯ মাস কেমনে হয় এটা-সেটা আরো কত কি!!!:-*
অন্য একজন বলে উঠে আমার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম স্থান কথায় জানতে চেয়েছে। সেটা উত্তর হিসেবে কেউ বলে টুঙ্গিপাড়া আবার কেউ বলে ফরিদপুর। এসব সাধারণ প্রশ্ন নিয়ে ওদের মধ্যে রীতিমত উত্তেজনা শুরু হয়ে গেল। একজন স্বাধীন বাঙালি যে কিনা তার নিজ দেশের ইতিহাস সম্পর্কে অজ্ঞ। ভাষা আন্দোলনের ইতিহাস কিংবা মহান স্বাধীনতা যুদ্ধের মহা নায়ক যিনি দিয়েছেন মহান স্বাধীনতার ডাক এমন সব ইতিহাস যে অনেক স্বাধীন বাঙ্গালির কাছেই অজানা রয়ে গেছে। স্বাধীন বাঙ্গালির এমন সব কথাবার্তা এবং কর্মকাণ্ড দেখে একটা কথা না বলে থাকতে পারলাম না। হায়রে স্বাধীন বাঙ্গালি!!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াছিম কিতা আর হইবো রে ভাই, সামনে আন্ধার।
মোঃ শামছুল আরেফিন ঠিক বলেছেন আপনি ,আমাদের মাঝে অনেক নির্বোধ লোক আছে যারা দেশের বীর মানুষদের সম্মান করতে জানেনে ,দেশের ইতিহাস সম্পর্কে যাদের জ্ঞান খুব সীমিত অথচ মুখে মুখে অনেক বুলি আওড়ায় ।অনেক অনেক শুভক কামনা থাকল।
রাজিয়া সুলতানা স্বপ্নবন্ধু,একেবারেই কঠিন সত্য বাস্তবতা তুলে ধরেছ তোমার অপূর্ব লেখায়/থাকলাম তোমার আরো সুন্দর সুন্দর কিছু লেখার অপেক্ষায়/শুভকামনা রইলো./..আমার লেখা স্বাধীনতা তুমি না পড়ে থাকলে পড়ার আমন্ত্রণ রইলো/
এমদাদ হোসেন নয়ন এখনো অনেকেই সঠিক ইতিহাস জানে না ।
সূর্য N/A তোমার ভাষাতেই বলি: হায়রে স্বাধীন বাঙ্গালি!!! পৃথিবীর অনেক দেশেই সরকার আসে যায়। ইতিহাস অনড় হয়ে রয়। কিন্তু এদেশে সরকার আসে সরকার যায়, ইতিহাস বারে বারে বদলায় >>>>হায়রে স্বাধীন বাঙ্গালি!!!
বিন আরফান. N/A অনেক অনেক অনেক valo লাগল . বার বার পড়তে মন চায়.
নাজমুল হাসান নিরো লেখার বর্ণনাভঙ্গী যদিও খুব দ্রুত হয়ে গেছে। তারপরও অর্থবোধক লেখার কারণে তা ছাপিয়ে গেছে। দোয়া করি চালিয়ে যান। আমার "মুক্তিযুদ্ধ ও নতুন প্রজন্ম" পড়ার আমন্ত্রণ রইল। http://www.golpokobita.com/golpokobita/article/410/537
বিন আরফান. N/A যা লিখেছেন আমার মনের মত . চালিয়ে যান দোয়া রইল. আমার লেখা বঙ্গলিপি পড়ার আমন্ত্রণ রইল. http://www.golpokobita.com/golpokobita/article/736/372
সকাল রয় খুব সুন্দর লেখা / ভোটে dilam
রওশন জাহান সমসাময়িক বিষয়ে লেখার জন্য ধন্যবাদ

০৬ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "পরগাছা”
কবিতার বিষয় "পরগাছা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই,২০২৫