নিস্তব্ধতা

কষ্ট (জুন ২০১১)

এস, এম, ফজলুল হাসান
  • ৭২
  • 0
আমি নিস্তব্ধতা দেখেছি,
কিন্তু রাতের আকাশে তারা ছাড়া
একাকী চাঁদকে কভু দেখিনি।
আমি নিস্তব্ধতা দেখেছি,
কিন্তু লাশের বুকের ভিতর
জমাট বাধা রক্তপিণ্ড দেখিনি।
আমি সেই রকম নিস্তব্ধতা ,
আমি সেই রকম নিস্তব্ধতায়
বেঁচে আছি এক ভয়ানক শ্মশানের মাঝে_
চারিদিকে ছড়ানো-ছিটানো
পোড়া কাঠ আর মরা কাকের কংকাল,
আমি তারই মাঝে বসে দেখি
আকাশে ভেসে চলা মেঘগুলোকে।
মাটিতে তর্জনী ঘষে ঘষে লিখি
সূর্যদেবের করুণ ইতিহাস।
আমার শান্ত চোখ দু'টি
শুধুই খুঁজে ফেরে সেই মনোরম বটের ছায়া_
যেখানে সময়ে-অসময়ে ভেসে আসে
একটি পরিচিত হাসির মিষ্টি সুর।
আমার আটাশ বছরের হৃদয়টি
মরিচা পড়ে পুরনো হতে চলছে,
চায়ের কাপে চুমুক দিয়ে পাই না
পুরনো দিনের স্বাদ,
আকাশে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি দেখেও
জানালা দিয়ে হাত ভিজাতে ইচ্ছে করে না মোটেও _
আমার কষ্টগুলো,
আমার কষ্টগুলো আরো উন্মুখ হয়ে আছে
বিস্ফোরণের আশায়,
আমি তাকিয়ে থাকি দূর দিগন্তের দিকে,
কষ্টগুলো লাল হতে আরো লাল হয়ে
পশ্চিমাকাশে ছড়ায় রঙ্গিন আভা _
কষ্ট ক্লান্তি আর বিষাদে
মনটা ডুবে রয়েছে বহু বছর ধরেই,
বদলেছে পৃথিবী, বদলেছে কষ্টগুলো,
আমার কষ্ট আর নষ্ট মন নিয়ে
ক্লান্তি ভরা চোখে লিখেই চলছি
ব্যর্থ জীবন কবিতা।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস, এম, ফজলুল হাসান আরাফাত মুন্না ভাই , আমার কবিতা পরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
আরাফাত মুন্না কবিতার শেষ লাইনগুলো খুব সুন্দর হয়েছে।
এস, এম, ফজলুল হাসান উপকুল দেহলভি , কবিতাটি আপনার ভালো লেগেছে , তাতেই আমি ধন্য
উপকুল দেহলভি কবিতাটি অসাধারণ লাগলো, সুনীল দার কবিতার সাদ পেলাম.পছন্দের তালিকায় গেল; সুন্দর আলোকিত আগামীর দিকে এগিয়ে যান; শুভ কামনা আপনার জন্য.
এস, এম, ফজলুল হাসান নয়ন ভাই , আমার কবিতা পরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
এমদাদ হোসেন নয়ন অনেক সুন্দর লিখেছেন। প্রতিটি লাইন খুব মনোযোগ দিয়ে পড়ছি আর নিজেকে নতুন ভাবে আবিষ্কার করছি। শুভ কামনা থাকলো।
এস, এম, ফজলুল হাসান সুমি আপু , আপনার সুন্দর কমেন্ট খুব ভালো লাগলো
সুমননাহার (সুমি ) খুব ভালো লাগলো আপনার কবিতা তাই ভোট দিলাম
এস, এম, ফজলুল হাসান মুকুল ভাই , আপনার সুন্দর কমেন্ট খুব ভালো লাগলো
আহমাদ মুকুল একটা পরিপূর্ণ কবিতা। মুগ্ধতার আবেশ ছড়ালো।

০৬ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫