আমার গ্রাম

গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)

মুহাম্মাদ মিজানুর রহমান
  • ৭৭
  • 0
(১)
শোন হে প্রভূ, তোমার চরণে
রাখি মোর শির, বিনীত স্মরণে,
দিয়েছ জন্ম, দয়াময় মোরে
ধরণীর ফুল - বাংলার ঘরে।

(২)
আমার গাঁয়ের চারিধার ঘুরে
মধুমতি নাঁচে বছর জুড়ে,
জেলে নৌকার পাটাতন, খোলে
রূপালী ইলিশ ঝিলিক তোলে।

(৩)
কাঁচা সোনা রং, মাগো তোর গায়ে
স্বর্গের সুখ, বটের ছায়ে,
ছড়ানো ছিটানো কত সম্ভার
ক্ষেতভরা ধান, শস্য বাহার।

(৪)
ছয়টি ঋতুর বারোটি মাসে
মধুমালা তোর ঘুরেফিরে আসে,
কত ফল-মুল, কতশত নাম
আমড়া, কাঁঠাল, আমলকি, আম।

(৫)
জুঁই, চামেলী, চম্পা, বকুল
সাঁজিয়ে ডালা, বর্ণালী ফুল,
তোর কাছে মা জন্মের ঋণ
ঠাঁই দিস বুকে, শেষ হলে দিন।

(৬)
আমার গাঁয়ের কথা আছে যত
অভিধানে ভাষা কুলাবে না তত,
হও যদি তুমি আমার সাথী
বুঝে নিও তবে এ' প্রানের আকুতি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানভীর আহমেদ কোনো গাফিলতি এলাউ করা হবে না। তাই আপাততঃ ক্ষমাসুন্দর দৃষ্টিতে না দেখে পুনরায় মিষ্টি খাওয়ার লোভী দৃষ্টিতে দেখছি। হে হে।
মুহাম্মাদ মিজানুর রহমান সুপ্রিয় বন্ধু, সহচর, শুভানুধ্যায়ীবৃন্দ - আপনাদের ভালবাসার পরশে আমি ধন্য | এবার অফিসের কাজের চাপ বেশি থাকার কারণে গল্প কবিতায় ঠিক মত সময় দিতে পারিনি, চেষ্টা করেছি আপনাদের সাথে থাকবার | তাই সবাইকে আলাদা করে শুভকামনা জানাতে পারিনি | দয়া করে আপনারা সবাই আমার এই অনভিপ্রেত গাফিলতিটুকুন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন | সবাই খুব ভালো থাকুন, সুস্থ্য থাকুন, এবং ঈমান ও আমলের সাথে থাকুন | আল্লাহ হাফিজ |
মেহদী বাহ ! এত সুন্দর কবিতা এখন পর্যন্ত আর পরিনি . onek সুন্দর .
বিন আরফান. আলহামদুলিল্লাহ, অসাধারণের চেয়েও বেশি সুন্দর.
সোহেল মাহরুফ ভাল লাগলো। শুভ কামনা।
রোদের ছায়া আমার গাঁয়ের চারিধার ঘুরে মধুমতি নাঁচে বছর জুড়ে, জেলে নৌকার পাটাতন, খোলে রূপালী ইলিশ ঝিলিক তোলে। খুব সুন্দর কবিতা/ অনেক ভালো লাগলো/
তানভীর আহমেদ চমৎকার মামা। অতি চমৎকার। অন্ত্যমিলে এবং মাত্রা-পর্বগুলো ঠিকই আছে। অসাধারণ সুর-ঝংকার। প্রাণে স্পন্দন তোলে অবধারিতভাবেই। প্রথম অঙ্কের তৃতীয় পঙক্তিটিতে খানিকটা দৃষ্টি আকর্ষণী (আমার ব্যক্তিগত মতামত)। “দিয়েছ জন্ম, দয়াময় মোরে “ এখানে “দিয়েছ দয়াময় জন্ম মোরে” বা “দিয়েছ জন্ম দয়াময়, মোরে” এমন হলে সঠিক হতো। তা না হলে স্রষ্টার দয়ময়তাকে পাশ কাটিয়ে নিজেকেই দয়াময় হিসেবে ভুল বোঝার অবকাশ থাকে। মামা আপনার জন্য দোয়া, আমার জন্যেও দোয়া করবেন।
জাকিয়া জেসমিন যূথী খুবই সুন্দর। প্রিয়'তে নিলাম।
রুমঝুম খুব ভালো....
মনির মুকুল লেখাটি খুবই ভালো লাগলো। বিশেষ করে জন্মভূমির রূপে মুগ্ধ হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করাটা আমার বেশি ভালো লেগেছে। লেখাটার প্রথম লাইনটাতে আমার একটুখানি কৌতুহল আছে। জানি ইসলাম সম্পর্কে আপনার জ্ঞানের পরিসীমা অনেক বেশি, তাই কৌতুহলটা প্রকাশ করে ঐ বিষয়টা শিখে নেওয়ার আগ্রহ জন্মেছে। বিষয়টা হলো- মহান আল্লাহ তো নিরাকার। তার চরণ (পা) কথাটা বুঝলাম না। একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম। ভালো থাকবেন।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫