হৃদয়ে যার শুধুই শূন্যতা

বন্ধুত্ব (অক্টোবর ২০২১)

নুরুজ্জামান ্সরদার
  • 0
  • 0
  • ৬৬
কম বেশী শূন্যতা আছে মানব জীবনে কেউ পরিপূর্ণ নহে
এই ভুবনে জীবন চলে তবু আশার বাহনে।
থেমে থাকেনা কেউ পিছনের টানে এক সময় ভুলে যায়
যা গেছে সবকিছু জীবনে ।
তবে কিছু শূন্যতা পরিপূর্ণতা পায় না কুনো জীবনে তা শুধু
বিধাতা জানে কুন কারনে ও ভালো বা মন্দ তাহা কাহার জন্যে।
এই পৃথিবীর সময়ের প্রয়োজনে জন্ম মৃত্যুর আসা যাওয়ার
বাহনে সাম্যতা আনে পরিবারিক জীবনে ।
যে বাগানে কুনো ফুল গাছ বাঁচে না সেই বাগানের তরে কেউ
যাচে না অভিশপ্ত বলে আর চেয়ে দেখেনা ।
সমাজ পরিবার যার কারনে এগিয়ে চলে সুখের বরনে হাড়ভাঙ্গা
পরিশ্রম করে বাঁচে আগুনের দহনে শুধু মাত্র একটি কারনে।
সেই কারণটা হলও সন্তানের শুন্যতা যা না থাকিলে হয়ে যায়
জীবন বৃথা বেঁচে থাকে আমরন বয়ে সেই শুন্যতা ।
শুধু একটি সন্তানের আশায় কি না করেছি জীবনে ডাক্তার বদ্ধি
সব দেখেছি অবশেষে এই কানাডায় এসে বাস গড়েছি আশায়
আশায় তবু চেয়ে আছি।
ছেলে মেয়ে যখন পিতামাতার আনন্দ না থাকিলে বাঁচিবে কেউ
কিসের জন্য?
এ শুন্যতা আমার প্রান আত্মার শুন্যতা হৃদয়ের মাঝে যার শুধুই
হতাসা বিধাতার এ কেমন বর্বরতা ?
যেনও মরে বেঁচে আছি ক্ষীণও আশা ভরসায় তীর্থের কাকের
ন্যায় অপেক্ষা করিতেছি গুধলি লগ্নে জীবন হারিয়েছি এইখানে ।
ছেলে মেয়ে যেখানে পিতামাতার প্রণোদনা যার জন্য হাড় ভাঙ্গা
পরিশ্রম করে যায় তাদের সুখের আশায় কষ্টের মাঝেও নিজের
কথা ভুলে যায়।
সমাজের শত নিন্দার কাঁটায় বুক ঝাঁঝরা হয়ে গেছে তার দুঃখ
আর ব্যাথায় আমার মৃত্যুর পর যে আর কেহ নাই জীবনের
রথ তাই আর নাহি দেখিতে পাই!
জীবন যে আর চলে না মন যে আমার আর মানে না অস্থির
হয়ে উঠে না পাওয়ার ব্যাদনায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

০১ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪