বৃষ্টি ও বিরহও

বৃষ্টি ও বিরহ (আগষ্ট ২০২১)

নুরুজ্জামান ্সরদার
  • 0
  • ১৩৪
সারা দিনমান আষাঢ়ে বৃষ্টির গান মনের মাঝে বেজে উঠে বিরহ
ব্যাথার টান ।
বৃষ্টি আর বিরহের মাঝে যখন দেখা যায় এক আধ্যাত্মিক ঐক্যতান
ভালোবাসার দুই পাড়ে তখন সংঘটিতও হয় একই ধরনের মানসিক
আহব্বান।
আষাঢ় শ্রাবনের বৃষ্টি বিরহের মাঝেই তার সৃষ্টি তাই অনাদি কাল
হতে এখন পর্যন্তও সেই সৃষ্টি হয়ে আছে আজো প্রেম ভালোবাসার
কৃষ্টি ও তার মান। ।
ভালোবাসা থাকিলে বিরহও থাকিবে আরও থাকিবে মান আর
অভিমান রাগ অনুরাগে মাঝেই জেনো বিরহ বিচ্ছেদের অবস্থান।
তাই বাদল ঝরা রাতে ইচ্ছে করে বন্ধুকে কাছে পেতে মন আর প্রান
তাই চুপে চুপে অভিসার এইভাবে যে সয়না আর তাদের প্রান।
ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য সদাই মন করে আঞ্চান
তার উপরে কুনো বাদল ঝরা রাতে বন্ধুকে কাছে না পেয়ে বুক ফেটে আসে
বিরহের গান।
এ বিরহ নহে বিচ্ছেদের বিরহ যেনও ভালোবাসার হয়ে গেছে অবসান
গভীর ভালোবাসায় নিমজ্জিতও যারা বৃষ্টি ও বিরহ তাদের প্রিয় প্রান।
বৃষ্টি নিয়ে কতো যে সৃষ্টি করেছেন কবি লেখক আর রচয়িতা গান
পুস্তকের মাঝে আবদ্ধও না থেকে সুর তাল দিয়ে করেছেন গানের তান।
বৃষ্টির ফোঁটা জল হয়ে ঝড়ে পড়ে বিরহ বিচ্ছেদের তরে গভীর ভালবাসার
অবস্থান তাই আকাশের কালো মেঘ সমব্যাদনা জানাতে ঝরে অঝোরে
সারা দিন মান ও চলমান।
আবার বৃষ্টির মাঝে সৃষ্টি অন্তর্নিহিত ও বিরহ বিচ্ছেদের গান ভালোবাসার
আরেক শাশ্বতও রুপ হয়তো বিরহ বিচ্ছেদের অবসান।
ভালোবাসার বিরহের মাঝে শক্ত বন্ধন সদাই থাকে চির অম্লান বড় প্রেমের
মাঝেই জেনো যোগ বিয়োগের পতন আর উত্থান ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অনবদ্য রচনায় সৃজনশীলতার অনুপম

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রেমের মাঝে বিরহ প্রেমকে করে তোলে আরও গাড়ও গভির তাদের বন্ধন, তাই মান অভিমান আর রাগ অনুরাগের মাঝেই বিরহের অবস্থান। (" বড় প্রেম শুধু কাছেই টানে না, দুরেও ঠেলে দেয় কখন শরত চন্দ্র )

০১ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪