ঋতুবতী

পার্থিব (আগষ্ট ২০১৮)

অমিত কুমার দাস
  • ৪৭
এখনও বকুল ফোটেনি,রসহীন হয়নি জীবননগর,
এখনও বৈশাখ আসেনি, ফোটেনি বকুল,টগর।
আজও বসা হয়নি শীতলপাটিতে ঘাম দরদর দুপুরে,
তালপাখার হাওয়ায় জুড়ানো হয়নি, যাওয়া হয়নি হৃদয়পুরে।

এখনও কদম ফোটেনি, স্নান সারেনি পর্ণী,
এখনও বর্ষা আসেনি, ফোটেনি রাতের রানী।
আজও ভেজা হয়নি, লেখা হয়নি বৃষ্টি মাখানো মিষ্টি চিরকুট
ফাঁকা পরে আছে মনের ফ্রেমে,আজও জুটেনি বিয়ের মুকুট।

এখনও দেখা হয়নি মেঘমুক্ত আকাশ,শুভ্র শরৎশশী,
এখনও তো শরৎ আসেনি,দেখা হয়নি পুলকিত জোছনার রূপরাশি।
আজও তৃণ-ডগায় নব শিশিরকণার আমন্ত্রণ জোটেনি,
এখনো গন্ধে মাতানো শিউলি,কামিনী ফোটেনি।

এখনও ধান পাকেনি, কাটার নেই কোনো তাড়া
এখন আর উৎসব হয়না, হয়না নবান্নে মাতোয়ারা।
এখনও হেমন্ত আসনি, রাখাল বাজায় না বাশি
এখন আর গোলা ভরেনা,ফসল হয়না রাশিরাশি।

এখনও খেজুর পাকেনি, শহর-গ্রাম ঢাকেনি কুয়াশার চাদরে,
এখনও শীত আসেনি,প্রকৃতি সিক্ত হয়নি শিশিরের আদরে।
এখনও গাঁদা ফোটেনি,পরীরা আসেনি হলুদ শাড়ীতে,
খেজুরের রসে পায়েস রাধেনি, জমে ওঠেনি পিঠেপুলি বাড়িতে।

এখনও বসন্ত আসেনি,শুনেনি কোকিলের কুহুতান,
এখনও স্পর্শ করেনি ভ্রমর পুষ্পকলি,দিগন্তে তাই অভিমানের গান।
আজও গাছের দেখা হয়নি শাখায় কচি কচি কিশলয়ের অফুরান উল্লাস,
সিঁদুররাঙা হয়নি কৃষ্ণচূড়া, প্রকৃতির কাছে জানায় নি কো'ন অভিলাষ।

এখন আর ঋতুতে প্রকৃতির পালটায় না, নিখোঁজ হয় ঋতুবতী,
বসন্ত আসে কামুকদের দিন,মাস,বছরভর বসন্তোৎসব হ'য়।
কালবৈশাখী ঝড় বয়ে চলে ঋতুবতীর মনে, মুখ দেখায় না ভ'য়।
চৈত্রের খাঁখাঁ রোঁদেও শুঁকায় না ঋতুর মায়ের চোখের জল।
বাবা,ভাইয়ের মুখেচোখে লেগে থাকে শরৎশশীর ন্যায় চুনকালি,হারায় কাজের বল।

ঋতুবতীদের কি কাল নেই?
ইচ্ছে নেই?
স্বপ্ন নেই?

তারা কি কেবল-ই বারোমাসি ফল?
লোলপুদের কাছে ঝুলে থাকা ফলের বাহার,
ইচ্ছে হলেই কি মিটিয়ে নিবে আহার?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Raj Islam Shanto মন ছুয়ে গেলো ভাইয়া
অশেষ ধন্যবাদ প্রিয়!
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১৮
অশেষ ধন্যবাদ প্রিয়!
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১৮
রাহাত অপরূপ উপমাময় প্রাঞ্জল কবিতা।
মিলন বনিক প্রকৃতির কাব্যউপমায় প্রতিশোধ....খুব ভালো লাগলো....
তানভীর আহমেদ অনেক শুভেচ্ছা রইল।
উত্তম চক্রবর্তী অনন্য লাগলো কাব্যগাঁথুনি।
মোঃ নুরেআলম সিদ্দিকী কবিতার শেষের দিকটা খুব বেদনাদায়ক। আপনার কবিতার হাত খুব শক্ত, ভীষণ ভালো লেগেছে কবিতা। অনেক শুভেচ্ছা সহ শুভকামনা রইল।
আপনাকে বরাবরের মত ভালোবাসা
জলধারা মোহনা ঋতুগুলো যেন চোখের সামনে ভেসে উঠছিল.. আর তারপরই অন্যরকম এক ঋতুর ভাবনা এলো। ভিন্নস্বাদের কবিতা।
ধন্যবাদ ও ভালোবাসা নিবেন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ছ'ঋতুর মত বিলীন হচ্ছে আমাদের ঋতুমতী। লোলুপদের হিংস্রায় বারবার মুখ থুবড়ে পরে। তবে কেন এ আচরণ? কেন নিজেদের সভ্যসমাজ দাবী করি?

০১ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪