স্বপ্ন বাসর

বর্ষা (আগষ্ট ২০১১)

Mohmmad ibrahim khalil
  • ২০
  • 0
  • ৪০
শেষ প্রহর
অকল্পনীয়, তবুও সত্য
তুমি আস রোজ রাতে, শেষ প্রহরের স্বপ্নবাসরে ।
পরম আদরে ছুঁয়ে যাও দুটি হাত রেখে,
ছুঁয়ে যাও, অস্তিস্ত আমার নিশ্চুপ সংগোপনে।
আচমকা ভাবি, স্বপ্ন কি দেখছি আমি ?
হয়তোবা স্বন্নই ছিল, হলোইবা তবুও ঘটেছেতো তোমার উপস্তিতি।

তখনও জানেনা, এ মন
তীরে আছে বাধা কোন সে পবন,
যেয়ো নাকো তুমি দেখ ঐ চেয়ে
নীষি চাঁদ এক্ষুনি ডুবে যাবে ক্ষন।

এলেই যদি তাও স্বপ্নবাসরে
দুদন্ড বসে যাও রাখবোনা তোমায় ধরে,
বিরান আছে মন বিরানই রবে
আশায় বেধে বুক যে, কতদিন যায় যাবে।
যদিওবা তোামর শুধা নিয়েছি
মোহ কাটেনি যার তপস্যায় আমি,
বিভীষিকাময় প্রতিটি রাতে
তোমার আলিঙ্গন যায় অধর ছুয়ে।
কি অমন দেখছ তুমি ?
আমিতো আছি সেই তোমার আমি ,
সেদিন বৈকালের সূর্যটাও তাকিয়ে ছিল
বেলা শেষে বললে, আচ্ছা সূর্যটা কেন বিদায় নিল ?
আমি বললাম, দেখতো কি প্রশ্নের ছিরি
সূর্য ডুববেনাতো কি করে হবে নিশি।
বললে তখন মুঁচকি হেঁসে
দুদিন পর তুমিও কি তাহলে সূর্য হবে ?
চেয়ে রইলাম সূর্যটা নিচ্ছে বিদায়
হয়তোবা সত্য ছিল তোমার কথায়
তাই বলে রবেনা আজ আমার অঙ্গনে ?
কিছুক্ষনের অতিথি সেজে এই বর্ষারাতে ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আফরোজা অদিতি ভালো লেগেছে. কিন্তু বানানের যন্ত্রনা ভালো লাগেনা.
Muhammad Fazlul Amin Shohag তোমার কবিতাটি আমার খুব ভালো লেগেছ, তাই ভোট দিলাম। আমার বুকে অনুভূতি জাগানোর জন্য ধন্যবাদ। এই রকম আবেগী লেখা আরো লিখবে আশা ক্করি।
Rajib Ferdous ভাল লাগলো। পুরো কবিতায় একটি দৃশ্য কল্পের আবহ ছিল।
সুমননাহার (সুমি ) আপনার কবিতা ভালো লাগলো তাই ভোট গৃহীত হলো.
সূর্য কথপোকথন ধাচের কবিতাগুলোয় আলাদা একটা আবেগ থাকে। এর প্রতি আমার পক্ষপাতিত্বমূলক দুর্বলতাও আছে বেশ। নিটোল প্রেমালাপ বর্ষা ঘিরে ভালই লাগলো।
মিজানুর রহমান রানা নেট স্লো দেখে শুয়ে পড়েছিলাম কিন্তু নেট বললো আয়রে আয় রানা এখন আর নেটে থাকতে নেই মানা। ভালো লাগলো কবিতাটি। শুভ কামনা আপনার জন্য।
আসলাম হোসেন কিছুক্ষনের অতিথি সেজে এই বর্ষারাতে ? অনেক ভাল লাগল।
ম্যারিনা নাসরিন সীমা খুব ভাল লাগলো । শুভকামনা রইলো আপনার জন্য ।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪