সাহিত্য সেতো চির স্বাধীন

স্বাধীনতা (মার্চ ২০২২)

মোঃ নিজাম উদ্দিন
  • ৪১
সাহিত্য কি তা আমি অধম জানিনা,
সাহিত্যকে নিয়ে তৈরি করা নিয়ম আমি মানিনা।
সাহিত্যিকগণ যা লিখেন তাই সাহিত্য,
আর এভাবেই সাহিত্য চলবে নিত্য।।

সাহিত্য হলো সাহিত্যিকের প্রেম, ভালোবাসা,
সাহিত্য হলো উদ্যম, সাহিত্য হলো আশা।
সাহিত্য নির্দিষ্ট কোনো নিয়মের মধ্যে চলেনা,
সাহিত্য তৈরি করা নিয়মের কথা বলেনা।।

স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত ইত্যাদী মানা সাহিত্য নয়,
সাহিত্যকে যারা নিয়মের মধ্যে আবদ্ধ করেছে তারা সাহিত্যের ভয়।
সাহিত্যমনে যা আসে তাই সাহিত্যের নিয়ম,
নব্য গুরুজন নিয়মকে এখন করেছেন যম।।

অন্তরা, আভোগ, সঞ্চারি ইত্যাদী মানা সাহিত্য নয়,
সাহিত্য নিয়মের মধ্যে থাকলে কিভাবে হবে জয়?
আমি কোনো নিয়ম মানিনা, আমি কোনো নিয়ম জানিনা,
সাহিত্যিকগণ যা লিখেন তাই নিয়ম, যদিও হয় তা নিয়মহীনা।।

আমার কথাগুলো শুনে যদি আমাকে খামখেয়ালী মনে হয়, তবে আমি তাই,
তবুও আমি চিৎকার করে বলবো সাহিত্যে কোনো নিয়ন নাই।
রবী, নজরুল, লালনের লেখায় কোনো নিয়ম ছিলনা,
তাই দয়া করে কেউ নিয়মের কথা বলনা।।

নিয়মে বদ্ধ যারা, তারা সাহিত্য জগতের কলঙ্ক,
তাইতো এরা বারবার ভুল করে সাহিত্যের অঙ্ক।
সাহিত্যকে নিয়মের অর্গলে রেখে কখনও করা যাবেনা পরাধীন,
সাহিত্যের কোনো নিয়ম নেই, সাহিত্য সেতো চির স্বাধীন।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Elias Mia ভালো লেগেছে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি। শুভেচ্ছা ও শুভকামনা নিরবধি।
শাহ আজিজ বেশ লাগলো গাজী সাহেব , শুভেচ্ছা ।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধাভাজন প্রিয় কবি। আপনার মন্তব্যে দারুণ প্রেরিত হলেম। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
ফয়জুল মহী দারুণ অনুভূতির শব্দছোঁয়া প্রকাশ
অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধাভাজন প্রিয় কবি। শুভেচ্ছা ও শুভকামনা নিরবধী।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আগামী সংখ্যার বিষয় হলো "স্বাধীনতা"। আর আমার কবিতার শিরোনাম হলো "সাহিত্য সেতো চির স্বাধীন"। উক্ত কবিতায় সাহিত্যের স্বাধীনতার প্রয়োজনীয়তা, গুরুত্ব, তাৎপর্য ও মহত্ত্ব উল্লেখ করা হয়েছে। লেখাটি সাহিত্যের স্বাধীনতাকে ঘীরে হলেও এর ভাবার্থে মানব জীবনের সর্বস্তরের স্বাধীনতার প্রতি জোর ইঙ্গিত দেওয়া হয়েছে। পরাধীনতার অর্গল ভেঙে একজন লোক বা একজন সাহিত্যিক স্বাধীন কাজ করবে এবং স্বাধীন ভাবে সাহিত্য রচনা করবে এটাই কবিতার সারমর্ম। অর্থাৎ স্বাধীনতা কেবলমাত্র একটি দেশের স্বাধীনতা নয়, বরং স্বাধীনতা ব্যক্তি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি প্রত্যেকটি স্থানে ভিষণ ভাবে জরুরি। সুতরাং আগামী সংখ্যার বিষয়ের সঙ্গে আমার লেখাটি সম্পূর্ণরুপে সামঞ্জস্যপূর্ণ। ধন্যবাদ।

২৪ নভেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪