আমি ধর্ষিতা

নগ্নতা (মে ২০১৭)

মোঃ নিজাম উদ্দিন
  • ১২
  • ২২
আমি এক অসহায় মেয়ে আমি ধর্ষিতা,
অত্যাচারিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি আমার মাতাপিতা ।
নিরীহ আমাকে একা পেয়ে ধর্ষন করেছে ঐ বখাটের দল,
আমার ছিলনা কোনো শক্তি,ছিলনা কোনো বল ।
আমার চিৎকারে আকাশ বাতাশ হয়েছে কম্পিত,
তবুও ঐ পাষানের দল হয়নি লুন্ঠিত ।
আমার ধর্ষন নিরবে সবাই করেছে দর্শন ।
প্রতিবাদ করেনি কেউ,গলেনি আমার প্রতি কারো মন ।।
সমাজে আমি এখন কলঙ্কিত,
তবুও যে আমি এখনও জীবিত ।
একাত্তরে যারা ধর্ষিতা হয়েছেন তারা উপাধি পেয়েছে বীরাঙ্গনা,
কিন্তু আমায় যে কলঙ্ক দেওয়া ছাড়া কোনো উপাধি দেওয়া মানা ।
ধর্ষকদের সাথে আমি দর্শকদের ও শাষ্তি চাই,
ওদের শাষ্তি ছাড়া যে আমার কোনো উপায় নাই ।
আইনের দ্বারে ঘুরেছি আমি বারেবারে,
কিন্তু কেউই আমায় সাহায্য করেনি,হায়রে ।
উপরের আদেশে কলঙ্কিত করে আমায় দিয়েছে ফেঁসে ।
বলুন নায্য আইন আমি পাবো কোন দেশে?
সবাই আমায় নষ্টা বলে,করে অপমান ।
সম্ভ্রম কেড়েছে ওরা আর আমি সম্ভ্রম দিয়ে পাই অপমান ।।
ধর্ষিতা হলেও আমার আছে একটা পবিত্র সত্তা,
এই কলঙ্ক নিয়ে আমি আর বাঁচতে চাইনা,করতে চাই আমি আত্মহত্যা ।
অত্যাচারিদের যদি হইতো বিচার,যদি থাকতো ওরা কারাগারে,
তাহলে আমি আমার আত্মহত্যার সিদ্ধান্ত থেকে হয়তো আসতাম ফিরে ।
ধিক শত ধিক এইসব অন্যায়কে,
আর মেনে নিতে পারলামনা আমি আমার পরাজয়কে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শাহারিয়ার রাব্বি বাস্তবতার পরিপ্রেক্ষিতে এক অনিন্দ্য লেখনী।মুগ্ধ হয়েছি
প্রতীক sob dhorsita protibadi hok kobi.
মিলন বনিক নগ্নতার সরল বয়ান...ভালো লাগলো....
রুহুল আমীন রাজু কবিতার প্রেক্ষাপট ছমতকার... বেশ ভাল লাগলো । ( আমার লেখা ' মেকআপ করা বৃষ্টি ' গল্পটি পড়ার আমন্ত্রন রইল )
সেলিনা ইসলাম কবিতার থিম চমৎকার! আরও ভালো কবিতা পড়ার প্রত্যাশায় শুভকামনা।
নাজমুল হুসাইন বাস্তব নগ্নতা প্রকাশের চেষ্টা করেছেন,ভবিষ্যতে অনেক ভালো হবে আশা করি,ধর্ষকদের সাথে দর্শক দেরও বিচার চাই ,লাইনটি থেকে সেই কথাটি মনে পড়ে গেল,অপরাধ যে করে,অপরাধ যে সহে সমান অপরাধী।ধন্যবাদ।আমার পাতায় আসবেন,আমন্ত্রন রইলো।
জাফর পাঠাণ গদ্যছন্দে লেখা কবিতাটিতে চিত্রকল্পের অভাব খুবই প্রকট । আর উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্পের প্রয়োগ থাকলেই তা হয়ে উঠে প্রকৃত কবিতা । তবে ভাব ও বিষয়ের গভীর বাস্তবতার কারনে কবিতাটি ভালো লেগেছে । ভালোলাগা + ভোট-৫ ।
কাজী জাহাঙ্গীর নিজাম ভাই শব্দ চয়নে আরো একটু সতর্ক হতে হবে, এই লাইনটা তে ‘তবুও ঐ পাষানের দল হয়নি লুন্ঠিত ’ মনে হয় আপনি বলতে চেয়েছেন তবু ঐ পাষানের দল হয়নি কুন্ঠিত’ তাই না ভাই। যাক লেখার বক্তব্য বেশ জোরালো, অনেক শুভকামনা , ভোট আর আমার পাতায় আমন্ত্রণ।
মোঃ নুরেআলম সিদ্দিকী ওহ! অসাধারন কাব্যিক ভাবনা। চমৎকার হয়েছে.... ভোট দিলাম। শুভকামনা ও আমার পাতায় আমন্ত্রণ রইলো

২৪ নভেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪