আমার লাশ ঝুলছে, তিন পাখায়, নীল রঙের সাজানো ঘরে। আমার শেষ নি:শ্বাস অনেক গল্প লিখে রেখে গেছে নি:শব্দে টেবিলে রাখা স্তব্ধ সাদা নোটে। আজ আমার নীল ঘরে কত মানুষ, কত হাজার চোখ জলে একাকার, কত বেদনা কত মায়া তাদের আর্তনাদে, কই সেদিন তো তারা ছিল না, আমি কত চিৎকার করেছি তাদের তরে। আজ আমার লাশের গন্ধ পাও, তাই নাক ঢাকো, লুকিয়ে দেখ আড়ালে, আজকে আর চোখে রাখ না আমার চোখে, এই তিন পাখা, নীল ঘর আর সাদা নোট, হয়ত থাকবে না, থাকবে শত অভিযোগ । হয়ত আমি ভীরু ছিলেম, হয়ত ধৈর্য সহ্য কম ছিল আমার, শেষ থেকে কখনো শুরু করিনি আবার, এ পরিণতি আমার ছিল না, এ পরিণতি হল আমার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
হয়ত আমি ভীরু ছিলেম,
হয়ত ধৈর্য সহ্য কম ছিল আমার,
শেষ থেকে কখনো শুরু করিনি আবার,
এ পরিণতি আমার ছিল না,
এ পরিণতি হল আমার।ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
কাজী জাহাঙ্গীর
প্রথম ৫ লাইনে বেশ জোশ ছিল, যেটা টেনে নিয়েছে শেষ পয্যন্ত কিন্তু শেষের দিকের কথাগুলো গতানুগতিক হয়ে গেলো। তবে এই চেষ্টা অব্যাহত রাখবেন, অনেক শুভ কামনা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।