তোমার চোখের একফোটা পানির দামে,
আমার চোখে এক সমুদ্র দিতে রাজি।
আমি তোমার আহ্লাদি পুতুল মেয়ে,
চেয়ে দেখো তোমার জন্য দিবো জীবন বাজি।
তোমার মনের দুঃখ গুলো সারাতে,
আমার জন্য গড়তে পারি দুঃখ-বিষাদ।
আমি তোমার আদর আদর ছোট্ট মা'টা
চেয়ে দেখো তোমার জন্য এনে দিব চাঁদ।
তোমার মুখের এক ঝলক হাসি দিতে,
অনন্তকাল থাকতে রাজি গোমরামুখি।
আমি তোমার সোহাগী লক্ষী মেয়ে,
চেয়ে দেখো করবো তোমায় সবার থেকে সুখি।
তোমার জন্য করবো আমার সুখগুলো সব বিনিয়োগ,
তুমি আমার বন্ধু বাবা, তুমিই আমার সব।
advertisement
তুমি আমার বন্ধু বাবা, তুমিই আমার সব। অনেক শুভ কামনা।।