রাষ্ট্র ভাষা বাংলা চাই

শহীদ দিবস (মার্চ ২০১৮)

আকছার মুহাম্মদ
  • 0
  • ৮৮
সালাম রফিক জব্বার - শত যুবক
মিছিল নিয়ে আসছে ভাষার দাবীতে
রাজপথ, কাঁপছে মাঠি, কম্পিত চারিদিক।
স্লো-গা-নে স্লো-গা-নে - রাষ্ট্র ভাষা বাংলা চাই।
রাষ্ট্র ভাষা বাংলা চাই।

কন্ঠে সাহস , ছিনিয়ে আনার দৃঢ়তা
দৃঢ় চেতা মনোবল, আত্মমর্যাদা------
আপন ভাষায় ' মা ' ডাকতে।

পিছনে পড়ে রয় স্নেহ, মায়া, মমতা
আদেশ আর ঘরে ফেরার তাগাদা।
অনুরুধ, অনুনয়, মিনতি কন্ঠে
স্বপ্নের সকল আয়োজন মালা -----।

কন্ঠ থেকে কন্ঠে, মুক্ত তার তিব্রতায়
চা-ই চা-ই চা-ই রাষ্ট্র ভাষা বাংলা চাই।
রাষ্ট্র ভাষা বাংলা চাই।

স্লোগানে - রাজপথে -মিছিলে
স্মারক, বক্তৃতা, বিবৃতি, বাণী - অবশেষ
ছোট ছোট নদে সমুদ্রে মিলিতের আহবান,
স্থির লক্ষে চলতে থাকা ছাত্র জনতার হুংকার।
ভেঙ্গে দেয়া জালিমের সকল আয়োজন ব্যাংকার।

শাষকের প্রচ্ছদে তাগুতি তান্ডব ---
বিদ্রোহীদের দমাতে প্রয়োজনীয় কৌশল
গঠিত এর পতন নয়,চাই শক্তিমান সৎকার -
জবানে উচ্চারণ
"হামারা মুল্লুক, হামারা মাঠি, হামারা
জবান তো তোমহারা জবান নেহী "।

রুদ্ধ করে দাও ওদের আওয়াজ
স্তব্ধ করে দাও ওদের আন্দোলন স্লোগান
ধ্বংস করে দাও ওদের ' মা ' ডাকার অধিকার
ছিনিয়ে নাও ওদের আদুরি মায়ের বুক-
অট্টহাসিতে মুখে অকাব্যিক উচ্চারণ

"তোমকো বাংলা বাংলা ভাছা চাহতে,
তোমলংকো জান নিকাল দেও"।

কারফিউ ভেঙ্গে ফাল্গুনি উত্তাল রাজপথে
শ্লোগানে কাফনের মিছিলে
বাংলা ভাষা, বাংলা ভাষা
রাষ্ট্র ভাষা বাংলা চাই।
মূহুর্তে গুলি চিৎকার আর রক্তস্নানে স্থাপিত
উত্তপ্ত লালিমা ছড়ানো "শহীদ মিনার"।

সালাম রফিক বরকত জব্বার শফিউর
হয়নি ঘরে ফিরে যাওয়া। চিড়া মুড়ির সাথে নতুন চালে পিঠা খাওয়া। হয়নি ফাগুনে ঝরা বসন্তে ফুলকলি কে ঘরে আনা।

স্পর্শ করোনি চোখের চাহনিযুক্ত মায়ের মুখটি! উপার্জিত অর্থে কেনা হয়নি মায়ের জন্য লাল শাড়িটি!
আসছি, আসছি বলে কাদা মাঠির বুকে আর পা রাখোনি !
বাবার রেখে যাওয়া ভুমিতে হয়নি একচালা টিনের ছানি!

যা এনেছো আমার মা বাংলা, তার হতে আর কি আছি অমূল্য, নেই তার সমতুল্য।

হে হাজার বছরের শ্রেষ্ট শহীদান
আজও স্বরনে আছো মোর মন আর মননে
তোমাদের এনে দেয়া মুখের জবানে
লিখে চলেছি বিরামহীন কলমে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

২৭ সেপ্টেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫