হঠাৎ পাশাপাশি

ঘৃণা (সেপ্টেম্বর ২০১৬)

রিনিয়া সুলতানা
  • 0
অন্ধকারে থাকতে আমার ভয় লাগে।খুব মনে পড়ে ছোট বেলায় অন্ধকারে কেমন জড়সড় হয়ে যেতাম, চিৎকার করে উঠতাম।আব্বু আম্মু কাছে এসে বুকে টেনে নিলে শান্ত হতাম।সেই আমি ২৫ বছর অন্ধকারে।নিজের শরীর টার দিকে তাকাতেও ভয় লাগে।হাড্ডিছাড়া আর কিছু অবশিষ্ট নাই।শুনলাম আমার পাশের কুঠুরিতে নতুন একজন অতিথী আসছে।পাশের কুঠুরি হতে লোকজনের আওয়াজ শোনা যাচ্ছে।নতুনি অতথির জন্য অন্ধকার কুঠুরিরা সজ সজ্জা চলছে।সন্ধ্যা নাগাদ অতিথি চলে আসবে।২৫ বছর আগের কথা মনে পড়ে গেল এমন একদিনে আমিও এখানে এসেছিলাম।মাথাটা কেমন যেন ধরে আসছে একটু বিশ্রামের প্র‍য়োজন।কতটা সময় পার হল জানিনা মনে হয় রাত হয়ে গেছে।এ অন্ধকার ঘরে রাত দিন বোঝা মুশকিল।হঠাৎ দেওয়ালের ওপাশ হতে কে যেন নাম ধরে ডাক দিল।ঠিক কত বৎসর পরে ডাকটা শুনলাম মনে নেই।উত্তর নিলাম না।ও পাশ থেকে বলা শুরু করল জানি আমকে মাফ করনি,অনেক ঘৃণা কর আমাকে।সত্যি বলছি অন্যায় করেছি তোমার সাথে।বাবা মায়ের কথায় তোমাকে বিয়ে করেছিলাম কিন্তু কাল বলে বউ হিসেবে মেনে নিতে পারিনি।তোমার সামনে সুন্দরী নিয়ে ঘুরেছি।তোমাকে শারিরীক মানসিক ভাবে অত্যাচার করেছি।সব চেয়ে বড় অন্যায় করেছিলাম প্লান করে এপেন্ডিসাইড এর অপারেশন এর নাম করে ডাক্তার দিয়ে তোমার জরায়ুর নাড়ি কেটে দিয়েছিলাম যাতে বন্ধ্যা অজুহাত দিয়ে তোমাকে জীবন থেকে সরিয়ে দিতে পারি কিন্তু তুমি এতটাই লক্ষী ছিলে যে আমাকে ছেড়ে যাওনি।তাই আর সহ্য হয়নি তোমাকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছিলাম।কত অন্যায় করেছি তোমার সাথে।জানি ঘৃণায় আমার কথা শুনতেও তোমার ইচ্ছা করছেনা কিন্তু জানো তোমাকে হারানোর পর আমার ভুল ভেঙেছে।তখন বুঝিনি কি হারিয়েছি।পৃথিবীতে থেকে যে মরণ যন্ত্রণা পাচ্ছিলাম তার শেষ হল।আজ সে কথাটি বলতে ইচ্ছা করছে যা শুনার জন্য তুমি সব মাথা পেতে নিয়েছিলে কিন্তু একবার ও তা বলিনি।আজ বলছি ভালবাসি তোমাকে খুব।একবার মুখ ফুটে বল আমাকে ঘৃণা কর খুব, মনে শান্তি পাই।চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল,জোরে চিৎকার দিয়ে বললাম চুপ কর।এত জোরে চিৎকার দিলাম যেন চিৎকারের সাথে ঘৃণা উড়ে গেল।পাগল হয়ে গেলাম নাকি এত রাতে চিৎকার করি কেউ যদি শুনে ফেলে।তারপর মনে হল কে শুনবে এত রাতে বাঁশবাগানের কবরস্থানের ২৫ বৎসর পুরনো কবরের হাড্ডিগুলোর কথা যখন বেঁচে থাকা মানুষের আর্তনাদ ই শুনতে পাই না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুনুর রশীদ ভূঁইয়া গল্পটি বেশ ভালো ছিল। ধন্যবাদ।
মোজাম্মেল কবির গল্প কবিতা ডট কমে স্বাগতম। প্রথম লেখার শুভেচ্ছা রইলো... ছোট্ট এই লেখাতেই অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে। শুধু চালিয়ে যেতে হবে। লেগে থাকতে হবে। শুভ কামনা ও ভোট রইলো।
ভালো লাগেনি ৭ সেপ্টেম্বর, ২০১৬
পন্ডিত মাহী গল্পের হাত আছে। আরেকটু চেষ্টা, একটু সময় আর মন দিলে দারুন কিছু বেড়িয়ে আসবে। শুভকামনা
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০১৬

২২ আগষ্ট - ২০১৬ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪