আমার একটা পরিচয় দিয়ে দাও যে পরিচয় আমার বাবার হাত ধরে হাঁটতে শেখাবে যে পরিচয়ে আমার মায়ের শাড়ির আঁচলে মুখ লুকিয়ে থাকবো যে পরিচয়ে সবার সাথে পরিচিত আমি হব সেই জন্ম-পরিচয় আজ আমায় দিয়ে যাও আমার একটা পরিচয় দিয়ে দাও। বেশ্যার ঘরে জন্ম বলে অবহেলায় কেন? দৃষ্টি ফেলে যাও দিনের শেষে রাত নেমে এলে প্রয়োজন তো তুমিই মিটিয়ে নাও তবু কেন অবহেলায় দৃষ্টি রেখে যাও আমার একটা পরিচয় দিয়ে দাও। জন্ম নয় সে তো কারো হাতে গড়া পুতুল জন্ম দিয়ে ইচ্ছার রং তুলিতে জীবন সাজাবে জন্ম সে তো ঈশ্বরের দান প্রশ্ন রাখিব তাহারই কাছে ভুল বলে তাঁকে করিব না অপমান। তুমি সভ্য মানুষ সভ্য জগতে বসবাস আমার কি ভুল? বেশ্যার ঘরে জন্ম নিয়েছে বলে ; দীর্ঘ সময় চলে গেছে জীবনের যায় নাই সেই অপমান, কষ্ট আর লজ্জা তাই বোধ হয় আজও ; সে পরিচয় বহন করে চলছি জীবনও বেলায় শেষ প্রান্তে। আমার একটা পরিচয় দিয়ে দাও।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর
বিষয়টা ঠিক থাকলেও বর্ননার কাব্যিক গভীরতা কম। আরো একটু কব্যিকতা মিশাতে হবে ভাই। গল্প কবিতায় স্বাগতম। কাব্য চর্চা চালিয়ে যান। অনেক শুভকামনা আর আমার পাতায় আমন্ত্রণ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।