প্রিয় আমার

কি যেন একটা (জানুয়ারী ২০১৭)

সামিয়া ইতি
একদিন আমি ঝড় হবো
তোমার সমস্ত অবহেলা
ভেঙ্গে দুমড়ে মুঁচড়ে ফেলবো
ধুলো ময়লার মত সব
উড়িয়ে দেবো আকাশে।
শূন্যতায় উড়তে উড়তে
ওসব ছাইপাস একেবারে নাই হয়ে যাবে।

একদিন আমি নদী হবো
নদীর স্রোত হয়ে আমি আছড়ে পড়বো সেই মাটিতে
যেথায় তোমার পা স্পর্শ করেছিলো কোন এককালে।

একদিন আমি বন হবো,
ঘন অন্ধকারে আমি
জঙ্গলের সকল গাছ গাছালী নিয়ে
প্রার্থনায় মত্ত হয়ে থাকবো
রাত দিন তোমার ধ্যানে।

তোমাকে একটিবার স্বচক্ষে দেখার জন্য।
একদিন আমি মহাসড়ক হবো
কে জানে হয়ত তুমি ওই সড়ক ধরেই যাবে
তোমার প্রিয় কোন প্রেয়সীর কাছে।

বাদশা আকবর যেন তুমি,
একজনের ভালোবাসা!
তাতে কি করে ভরবে এমন শৌখিনদার মন!!

একদিন আমি ভিক্ষুক হবো
থালা পেতে দাঁড়িয়ে থাকবো প্রতিদিন
তোমার দরজায়।
যদি কভু দয়া হয় তোমার!!
মহান তুমি
তোমার এক ফোটা ভালবাসা পেলে
চির কৃতজ্ঞ ভৃত্য হবো আজীবন।

একদিন আমি সুনামি হবো
তোমাকে ডুবিয়ে ভাসিয়ে বিপদজ্জনক
ঢেউয়ের তোড়ে একদম বিলীন করে দেবো ভুগর্ভে,
আমায় তুমি এত ব্যথা দিলে প্রিয়।।

সভ্যতার উত্থান পতন
আর ধংস দেখতে দেখতে আমি ক্লান্ত ।
তুমি কি তারপরও একটিবার ফিরে চাইবে না!

যদি নাই ভালবাসো প্রিয়
তবে মৃত্যু হোক এই ছাই মুখীর।
তোমায় দেখার জন্য
বুভুক্ষ হৃদয় পুড়ে কয়লা হয়ে যাক।
চোখ দুটি কেঁদে কেঁদে অন্ধ হোক।

ভেবোনা আমি মরে গেছি
কই মাছের প্রান আমার, তোমায় দেখার আশায়
টিকে আছে আজো দেখো খড়কুটো ধরে।

এ জীবনে না হোক
মরনকালে একটিবার দেখা দিয়ে যেও।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) এই এক জনের জন্য কবি সব উজার করতে রাজি । শুধু তার দেখা বা ভালবাসা পাওয়ার জন্য । তার এই অনন্ত সাধনা ।
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১৭
নিশ্চুপ রুদ্র বাহ্। দেখা হোক এই কামনা করি। শুভেচ্ছা। ভোট রেখে গেলাম। আমার পাতায় আমন্ত্রন।
কাজী জাহাঙ্গীর এবার আমি ভোট চোর হবো, দেবো দেবো বলে ব্যালট দেখিয়ে আমি ভোটের বাক্স নিয়েই পালিয়ে যাব হা হা হা ..., সামিয়া না না অনেক চেষ্টা করেছেন এই সরল কাব্যে,তাই ভোটটা দিয়েই দিলাম, নতুন বছরের শুভেচ্ছা, শুভ কামনা আর আমার পাতায় আমন্ত্রন।
ভালো লাগেনি ১ জানুয়ারী, ২০১৭
ভোটের জন্য কৃতজ্ঞতা ভাইয়া। আসলে চেষ্টা করে কি কবিতা লেখা হয়! আমার বেলায় তা হয় না , শুধু মাত্র ভেতর থেকে এলেই আমি কবিতা লিখতে পারি।
ভালো লাগেনি ২ জানুয়ারী, ২০১৭

২০ জুন - ২০১৬ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪