নির্ভীক অভিযাত্রী

ঐশ্বরিক (মার্চ ২০১৭)

অর্বাচীন কল্পকার
  • ৪৬
আজ ভাঙ্গা নৌকায়, হাতড়ে বেড়াই, গঙ্গাসাগর বক্ষ,
রুখবে না কেউ, শেকল পড়ায়, বন্ধ আঁধার কক্ষ।
আমি মানুষ হয়ে জন্মেছি বলে, করিনিতো কোন পাপ
আজ ঘরকোণা করে শব্দ খসিয়ে, করবো না অনুতাপ।

আমি ভোরের ডাকে, ছুটে চলি ছুঁতে, অদম্য সুরুজ রশ্মি
আমায় অসভ্য বলে গাল পাড়ে ওরা, ডাকু-চোর আমি দস্যি
ওরা বাণ ছুঁড়ে মোরে, শাপ করে মারে, অশ্রাব্য ঘৃণা গাঁথা,
জান যাবে যাক, দম ফুরে যাক, কেটে নে আমার মাথা।

আমি সাগর জলের উদ্দাম ঝড়ে, যুঝে যাই সমান তালে
সেদিকে তাকিয়ে ভয় পাবে ভীরু, ভাঁজ নামে কপাল ভালে,
পৃথিবী ছাড়িয়ে, চাঁদ তারা ফুঁড়ে, পাড়ি দিব স্বরগদেশ
ঘূর্ণির তালে, মঞ্চ কাঁপালে, তালি দেবে তুমি বেশ।

যা কিছু মহান, সৃষ্টির পরে, পরম দয়ালু আমার ডেকে,
দেহে দানে প্রাণ, বিবেক চেতন, নয় মরণ ব্যতিরেকে।
আজ দূর্গম পথে, সাহসীর দলে, চল অজানাকে করি বধ
তবু কেন ওরা পিছুটান মারে, কার সনে এতো ক্রোধ?


আমার খুনেতে অসীম শক্তি, তেজে ভরা মন-প্রাণ,
একবার ছুঁব আকাশ সীমা, বুক ভরে নেব ঘ্রাণ।
সব জেনে ফেলি, ভয় পাসনে বোকা, মিথ্যের সঙে ক্ষয়,
ঈশ্বরকে আজ জানতে চাইলে, আর কোন দেরি নয়।
পিছে বসে যারা, বসে পঁচে মর, ধিক তোরে শত ধিক!
পথখানা মোর নিজের নয়কো, ব্যাপারটাই ঐশ্বরিক!

আজ সবার উপরে মানুষ সত্য, মোরা সবে ভাই ভাই
সকলে একতায় মিলে মিশে চলি, আর কোন ভয় নাই।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) লেখায় গভিরতা আছে বেশ,সত্যর জয়গান । অনেক শুভ কামনা। আর অন্যর লেখা পড়ে মন্তব্য করে অন্য কে উৎসাহিত করুন ।
কাজী জাহাঙ্গীর ছন্দতালে এককথায় অনবদ্য।অনেক শুভকামনা, ভোট বন্ধ আছে তাই.. আমার পাতায় আমন্ত্রণ।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমিও খেয়াল করলাম গত সংখ্যার পুরষ্কারপ্রাপ্ত ৩ জনেরই ভোট বন্ধ আছে। কিন্তু কেন সেটা জানি না।
এটাই নিয়ম একবার পুরস্কার পেলে দু'সংখ্যায় ভোট বন্ধ থাকবে।ধন্যবাদ
মোঃ নুরেআলম সিদ্দিকী অসাধারন লিখেছেন কবি। ভালো লাগলো। শুভকামনা রইলো।
ধন্যবাদ। আপনার প্রতিও শুভকামনা
জলধারা মোহনা দ্রোহের কবিতা মানেই উদ্দাম ঝড় ☺
সামনেই বৈশাখ মাস কিনা !

২৭ মে - ২০১৬ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫