আজ কাল

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৬)

মামুন আল হুসেইন
  • ২৯
এসেছে নতুন দিন, নতুন সময়, সদা প্রযুক্তির প্রযোগ,
ফেসবুক,ইন্টারনেট আর মোবাইলে যোগাযোগ।
প্রথম আলাপ হয়েছিল অচেনা সে কল,
তবুও সে বোঝেনি, কথা বলেছে অনর্গল।
ভেবেছে সে পরিচিত, যাকে লাগে যে ভালো,
আলাপন আলোচনা মনের গহীনে গেল।
দিন যায়, দিন আসে, রাত হয় ভোর,
কথা হয় চুপি চুপি, জানে না সে সত্যি খবর।
এভাবে এগোয় দিন, কথা হয় বেশ,
মনে মনে বাসা বাধে, ভালো লাগার আবেশ।
এ বার তো দেখা হবে, দিন হয় ঠিক,
দুজনেই কাছাকাছি, চেনেনা সঠিক।
চাতকি নয়ন তার ঘুরে ফিরে চাতুর্দিক,
ছেলেটাও ঘুরে ফিরে এলোমেলো, দিক বিদিক।
সাইলেন মুডে ফোন বাজে বারে বারে,
ফোন ধরা হয় ঠিকই, বাস গেছে ছেড়ে।
চাতোকিতো ফিরে গেল দেখা হলোনা ভেবে,
চাতক তো চিনে নিল চাতকি টাকে।
ছেলেটা সাহস করে বলে দিতে পরিচয়,
সংসয় বাধা দেয়, সাথে হারানোর ভয়।
একদিন ; যাকে ভেবে কথা দেখা হয় তার সাথে,
তার কথা আচরনে মনে ব্যথা লাগে,
একই লোক কি কোরে করে দুরকম আচরন,
সন্দেহ লাগে তাই, নিয়ে নেয় বিবরন।
দেয় একই সাথে দুই ফোনে কল দুই দিকে,
আজ দুজনেই ফোন ধরে, এক জন ফিকে,
ধরা পরে অবশেষে উরো সেই পাখি,
কি করে ভালবাসা আর রয় বাকি?
কেঁদে কেটে বলে সে, এত দিলে তুমি ফাঁকী!
কি করে তোমার প্রতি আর বিশ্বাস রাখি?
সাথে সাথে ফেসবুকে হলো ছবি দেখা,
ছবি দেখে কেটে গেল সংসয় রেখা ।
মুখ দেখে মনে হল মনুষটা ভাল;
ক্ষমা করে অবশেষে মন ভাল হলো ।
আজ ও তারা ভাল আছে হাসি খুশি মন,
অবসরে ভাবে বসে ফেলে আশা ক্ষণ।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর মনে হল পুথিপাঠের আসরে বসেছিলাম কিছুক্ষন, ডিজিটাল প্রেম বর্ননায় আরাকান রাজ সভায় বাংলা সাহিত্য যেন, আর একটু আধুনিক করলে যুগের সাথে মিলত। অনেক শুভেচ্ছা আর আমার গল্প ও কবিতায় আমন্ত্রণ।
তাপস চট্টোপাধ্যায় সুন্দর লেখনি ।আমার পাতায় আমন্ত্রণ।
দ্বিপদী ঊর্ণনাভ ভালোবাসার পদাবলী
গোবিন্দ বীন মুখ দেখে মনে হল মনুষটা ভাল; ক্ষমা করে অবশেষে মন ভাল হলো । আজ ও তারা ভাল আছে হাসি খুশি মন, অবসরে ভাবে বসে ফেলে আশা ক্ষণ। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
জয় শর্মা (আকিঞ্চন) নিত্যনতুন প্রেমিক-প্রেমিকা যুগলমূর্তিদের সুন্দর উদাহরণ। খুব ভালো লিখেছেন।

২২ মে - ২০১৬ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫