সেই দিন

অন্ধ (মার্চ ২০১৮)

অবাক হাওয়া prosenjit
  • ৬৬
সেই দিন ছিল ১৯৫২ এর ফেব্রুয়ারির একুশ তারিখ,
অপূর্ব সেই দিন কাঁপিয়েছিল শোষকের শাসনের ভিত,
জ্বলজ্বলে রৌদ্রের সেই দিন দিয়েছিল ভেঙ্গে পরাধীনতার শৃঙ্খল ,
স্বাধীনতার আশায় দেখিয়েছিল স্বপন বাংলার বীর কিছু তরুন মুক্তিপাগল৷
বাংলা মায়ের শীর্ষ ঝুঁকতে না দিয়ে দিয়েছিল জীবনের বলিদান,
তারা ছিল বাংলা মায়ের এমন ই কিছু সূর্য সন্তান৷

সেই দিন বার ছিল বৃহস্পতি ,
হয়ত সত্যিই তাই সৌভাগ্য হয়ে এসেছিল মায়ের ভাষার দাবি,
ভয়হীন সাহস নিয়ে জেগেছিল বাংলার কিছু তরুন , করেছিল মৃত্যুপণ দিতে হয় দিব প্রাণ,
তবু দিব না হতে মায়ের ভাষা অম্লান ৷
ভয়হীন ওই সাহসী তরুনদের মৃত্যু পণে কাবু হয়েছিল শোষকের মনোবল ,
আর তাই মূল্যহীন হয়ে পড়েছিল পথ আটকানো সকল ব্যারিকেডের জঙ্গল ৷

সেই দিন সকালে ছোট—ছোট দলে হয়েছিল ভাগ ,
করেছিল মিছিল,দিয়েছিল স্লোগান " রাষ্ট্র ভাষা বাংলা চাই " ৷
তাদের এই স্লোগানের স্বরে কম্পিত হয়েছিল রাজপথ আর এরই সাথে যেন পরাধীনতার মেঘে ঢেকে থাকা সূর্যটা ক্ষণিকের তরে হয়েছিল উদিত,
এমন ই এক ইতিহাস রচনা করে বিশ্বদরবারে সেই দিন বাঙ্গালী নিজেদের করেছিল গৌরবান্বিত ৷

সেই দিন শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে হয়েছিল ১৪৪ দ্বারা ভঙ্গিত ,
পাষন্ড ওই শাসকদের বৃদ্ধা অঙ্গুলি দেখিয়ে ছাত্র—জনতা নেমেছিল স্বতঃস্ফুর্ত ৷
হয়েছিল গুলি , উড়েছিল খুলি, ঝরেছিল রক্ত ,তবুও বাংলা মায়ের মাটিতে পড়া প্রতি ফোঁটা রক্তে মায়ের ভাষা হয়েছিল প্রতিষ্ঠিত ৷
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সালসাবিলা নকি খুব ভালো লিখেছেন
অসংখ্য ধন্যবাদ আপু
মোঃ নুরেআলম সিদ্দিকী সেই দিন শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে হয়েছিল ১৪৪ দ্বারা ভঙ্গিত , পাষন্ড ওই শাসকদের বৃদ্ধা অঙ্গুলি দেখিয়ে ছাত্র—জনতা নেমেছিল স্বতঃস্ফুর্ত ৷ হয়েছিল গুলি , উড়েছিল খুলি, ঝরেছিল রক্ত ,তবুও বাংলা মায়ের মাটিতে পড়া প্রতি ফোঁটা রক্তে মায়ের ভাষা হয়েছিল প্রতিষ্ঠিত ৷ সুন্দর কবিতা, ভালো লাগলো। চলতে থাকুক চর্চা, শুভকামনা নিরন্তর
অসংখ্য ধন্যবাদ ভাই!!
সাদিক ইসলাম বানানের দিকে একটু নজর দিবেন। বেশ লিখেছেন। তথ্য আছে, ইতিহাসের দারুণ গাঁথা হয়ে থাকবে এই কবিতা। আমার কবিতা, গল্পে আমন্ত্রণ।
অসংখ্য ধন্যবাদ ভাই!!
মোঃ মোখলেছুর রহমান ভাল লাগল কবিতা।সাথে শুভকামনা রইল।

১৫ এপ্রিল - ২০১৬ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী