মানুষের তরে

উপলব্ধি (এপ্রিল ২০১৬)

নিলয় ভূঁইয়া
  • ৫৩
আজ কোন প্রেম চাই না
ভালো লাগছে না গান
চাই না চায়ের কাপে তুলতে
সমাজ বদলের তুফান!
আজ সত্যিই আমি কেঁদেছি
আজ তুমিও কেঁদো একটু
তোরাও কাঁদিস একটু!
না হয় আজ রিকশায় না ই ঘুড়লে
না হয় তোরাও আজ দুটা সিগারেট কম খা
চেয়ে দেখো, তোরাও দেখিস চেয়ে,
শিশুগুলো ভুক্ষা ঘুড়ছে ওই তোদের
সমাজ বদলের চা দোকানের পাশেই
নগ্ন ক্লান্ত পায়ে!
চেয়ে দেখো তুমি
তোমার একদিনের প্রসাধনীর টাকায়
ওদের চলে যেতে পারে পুরো মাসের আহার!
ভেবেছো কি কখনো, এই অনাদরে বেড়ে ওঠা
ওদেরও আছে ভালোবাসা পাওয়ার অধিকার!!
তোরা আজ ওদের মাথায় একটু হাত রাখিস
একটি সিগারেট না হয় কমই হল
তবু দুটো রুটি কিনে দিস,
তোদের সমাজ বদলের শুরুটা যে এখানেই!!
আজ তুমিও না হয় ওদের একটুখানি কাছে ডেকো
তোমার একটি দিনের বিলাসিতার পয়সায়
নয়তো দুটি অনাহারী শিশুর আহার হল আজ
যদি সত্যিই ভালোবাসো আমায়,
তবে বিশ্বাস রেখ, তুমি আজ ভালোবাসার পাবে স্বাদ
স্বর্গীয় সে ভালোবাসার মায়া স্বার্থহীন!
যদি ভালোবাসো আমায়, তবে ভালবেসো অনাহারে
বিশ্বাস রেখ,অনন্ত সুখের আস্বাদ তুমি পাবেই!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কেতকী সমাজ বদলের কবিতায় ভোট রইল।
ফেরদৌস আলম হুম , ভালো লাগলো ! কারো পৌষ মাস আর কারো সর্বনাশ!
ইমরানুল হক বেলাল তবে বিশ্বাস রেখে, তুমি আজ ভালোবাসার স্বাদ স্বর্গীয় সে ভালোবাসার মায়া স্বার্থহীন! যদি ভালোবাসো আমায়, তবে ভালবেসো অনাহারে বিশ্বাস রেখ, অনন্তসুখের আস্বাদ তুমি পাবেই!! শেষের লাইনগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। অসাধারণ ফিনিশিং। ভোট দিয়ে গেলাম। আমার লেখা "জীবন চলার পথে " গল্পটি পড়ার জন্য আমন্ত্রণ।
Helal Al-din চেয়ে দেখো, তোরাও দেখিস চেয়ে, শিশুগুলো ভুক্ষা ঘুড়ছে ওই তোদের সমাজ বদলের চা দোকানের পাশেই নগ্ন ক্লান্ত পায়ে। সত্যিই সমাজ বদলের চেষ্টায় চায়ের দোকানে বসে আমরা আলোচনা করি অহেতুক খরচ করি। কিন্তু চায়ের দোকানেই কাজ করছে যে বালকটি তার এখন স্কুলে যাওয়ার কথা। আমরা সেটাই দেখছি না সমাজটা পাল্টাবে কি করে???? আপনার সাথে আমিও আছি চালিয়ে যান ভাই।
রুহুল আমীন রাজু চমত্কার কবিতা......ভালো লাগলো.
গোবিন্দ বীন তবে বিশ্বাস রেখ, তুমি আজ ভালোবাসার পাবে স্বাদ স্বর্গীয় সে ভালোবাসার মায়া স্বার্থহীন! যদি ভালোবাসো আমায়, তবে ভালবেসো অনাহারে বিশ্বাস রেখ,অনন্ত সুখের আস্বাদ তুমি পাবেই!!ভাল লাগল,আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।

২৪ ফেব্রুয়ারী - ২০১৬ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪