আমি আর গাইবো নারে গান

ত্যাগ (মার্চ ২০১৬)

রাহাত হোসেন
  • ৫৫
আমি আর গাইবো না সেই জয়ধ্বনি,
যে ধ্বনি সর্প হয়ে আপন মাঝে আপনি তোলে বিষের ফণী।
আমি আর করবো না রাও নিন্দাবাদে,
যেখানে নিন্দুকেরাই থাকে সবার জিন্দাবাদে।
আমি আর সইবো না এই জুলুমদারী,
যেখানে জুলুম করেই শীর্ষে থাকেন অত্যাচারী।
আমি আর পরবো না সেই বন্দী শিকল,
যে শিকলের বন্ধনীতে বন্দী হয়ে মুক্তি বিকল।
আমি আর হন্য হয়ে হাঁটবো না সেই পথের দিশায়,
যেখানে অগ্রপথিক হতাশ হয়ে ভোগেন তৃষায়।
আমি আর ধরবো না সেই মুক্ত স্বাধীন কেতন নিশান,
যা আনিতে রক্ত দিয়ে উপাস থাকে গরীব কিষান।
আমি আর সে দিকপানে যাবো না ভাই আপনি ছুটে,
যেখানে নাই অধিকার সকল চাষার মজুর মুটে।
আমি আর বলবো না সেই মনের ভাষা,
যেখানে বলতে গেলে বাসা বাঁধে ঢের হতাশা।
আমি আর করবো না সেই মুক্তি নিয়ে টানাটানি,
যেখানে মুক্ত হতে হয় নিজেদের হানাহানি।
আমি আর আঁকবো না সেই জলের রঙে তুলির আঁচড়,
যেখানে রুদ্ধশ্বাসে হয় রে নিথর বুকের পাঁজর।
আমি আর সে সুরখানি গলে তুলে গাইবো না গান,
যে গানে লেখা থাকে তার গায়েনের হীন অপমান।
আমি আর ধরবো নাকো মুক্ত হতে অস্ত্রখানি,
যেখানে নিজের ঘায়ে মৃত্যু করে ভাইয়ের হানি।
আমি আর গড়বো না সেই সোনার স্বদেশ রক্ত দিয়ে,
যেখানে গড়তে গেলে যোদ্ধা মরে গ্লানি নিয়ে।
আমি আর বাঁধবো না সেই দেশের গানের কথামালা,
যেখানে বাঁচালে দেশ রচবে লোকে তাহার তরেই গারদশালা।
আমি আর থাকবো নাকো শ্লোগান মুখর সে মিছিলে,
যেখানে বন্দী হতে হয় সবারে মুক্তি দিলে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ দুঃখ, আবেগ, ক্ষোভ আর আক্ষেপের মিশ্রণে দারুন এক কবিতার চমৎকার উপস্থাপণ । খুব ভাল লাগল । প্রাপ্রটা রেখে গেলাম ।
ফয়েজ উল্লাহ রবি দারুণ! বেশ ভাল শুভেচ্ছা রইল।
গোবিন্দ বীন যেখানে গড়তে গেলে যোদ্ধা মরে গ্লানি নিয়ে। আমি আর বাঁধবো না সেই দেশের গানের কথামালা, যেখানে বাঁচালে দেশ রচবে লোকে তাহার তরেই গারদশালা। আমি আর থাকবো নাকো শ্লোগান মুখর সে মিছিলে, যেখানে বন্দী হতে হয় সবারে মুক্তি দিলে।। ভাল লাগল,আমার কবিতা ও গল্প পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।

২১ ফেব্রুয়ারী - ২০১৬ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪