বলব আজ সমাজের নিচু শ্রেণির ছোটলোকদের গল্প যাদের ঠকিয়ে তোমরা করেছ ঐশ্বর্যের আধিক্য যাদের করেছ তোমরা ছোটলোক হিসেবে পরিচিত যাদের সাধনায় তোমরা হয়েছ সমাজের মাণিক্য তোমাদের আর তাদের মধ্যে পার্থক্য কি জানো ? তোমরা তাদের কাছে ঋণী, কিন্তু তারা তোমাদের কাছে নয় তোমরা মানব কীট, কিন্তু তারা নয় শুধু তোমাদের সেবার জন্য তারা নিয়েছে জন্ম তোমাদের দান করে করে তাদের জোটেনা আজ অন্ন তোমাদের আর তাদের মধ্যে বিভেদ শুধু ঐশ্বর্যে নয়, মানবতাও
যখন তারা রৌদ্রতাপে পরিশ্রান্ত তখন তোমরা ঐশ্বর্যের ভারে ক্লান্ত কি অন্যায় করেছিল রাস্তার ধারের সেই ছেলেটি ? পৃথিবী তাকে দিয়েছে এক মহান কাজ ড্রেনে পড়ে থাকা আবর্জনা কুড়োতে হবে কাল নয়তো আজ যখন কিশোর-কিশোরীরা নুইয়ে পড়ছে পুস্তকের ভারে তখন তাদের দিকে চেয়ে থাকে সে নীরব স্বপ্ন নিয়ে কি করবে সে ? সে তো জন্মই নিয়েছে এক অভাগা হয়ে কি দোষ করেছিল দরিদ্ররা ? কি কারনে তাদের স্বপ্ন দেখা অন্যায় ? কি কারনে তাদের ছেড়া কাথাঁয় শুয়ে থাকতে হয় ? কি কারনে বেড়ার ফাঁক গলে আসা শীতে জমে গেছে তারা ? কোন পাপে মহাপাপী তারা ? কি কারনে সবার থেকে আলাদা তারা, বিশ্ব ? কি কারনে তাদের করেছ তুমি নিঃস্ব ? এ কেমন নীতি প্রতিষ্ঠা করেছ তুমি পৃথিবী ? অকথ্য ঘৃণা সহ্য করতে হয় যাদের কাছে পুরো সমাজ ঋণী
কেন বিদ্রোহী কবি জন্মায় দুখু মিয়া হয়ে ? কেন প্রতিভাবানদের জ্ঞানার্জন অসম্পূর্ণ রয় দারিদ্রতার কারনে ? কেন জারজ সন্তানরা পড়ে থাকে অনাদরে ? কেন তোমার কাছে কেউ মহারাজ কেউ মুটে?
হে পৃথিবী ! হতবাক হয়েছি আমি দরিদ্ররাও তো সৃষ্টির সেরা জীব তাহলে কেন তারা তোমার কাছে নির্জীব ? কেন তুমি করেছ তাদের অধিকার হতে বঞ্চিত ?
কিন্তু আর নয়, প্রতিবাদ করতে এসেছি আমি এসেছি আমি আকাশের নিচে থাকা কালো মেঘের বুক থেকে; এসেছি আমি বিজলির তড়িৎ চাহনি থেকে; এসেছি আমি হিমালয়ের তুষার ধ্বস থেকে; এসেছি আমি রাজ তরবারির তীব্র আঘাত হয়ে; এসেছি আমি ঈস্রাফিলের শিঙ্গার মহা হুঙ্কার হয়ে; এসেছি আমি আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে; এসেছি আমি দাবানলের উত্তপ্ত পোড়া ছাই হয়ে; এসেছি আমি, গর্জেছি আমি তোমাদের মাঝে মানবতা জাগাবো বলে।
এসেছি আমি চিকিৎসাহীন রুদ্ধশ্বাস থেকে; এসেছি আমি পঁচা ঘায়ের গন্ধ থেকে; এসেছি আমি গরিবের হা-হুতাশ থেকে; এসেছি আমি গরিবের হা-হুতাশ থেকে; এসেছি আমি ভাঙা কুড়েঘর থেকে; এসেছি আমি দরিদ্র শিশুর জীর্ণতা থেকে; এসেছি আমি ফোটায় ফোটায় ঝরে পড়া লোনা পানি থেকে; এসেছি আমি, নেমেছি আমি যুদ্ধে তোমাদের মাঝে মানবতা জাগাবো বলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
এসেছি আমি চিকিৎসাহীন রুদ্ধশ্বাস থেকে;
এসেছি আমি পঁচা ঘায়ের গন্ধ থেকে;
এসেছি আমি গরিবের হা-হুতাশ থেকে;
এসেছি আমি গরিবের হা-হুতাশ থেকে;
এসেছি আমি ভাঙা কুড়েঘর থেকে;
এসেছি আমি দরিদ্র শিশুর জীর্ণতা থেকে;
এসেছি আমি ফোটায় ফোটায় ঝরে পড়া লোনা পানি থেকে;
এসেছি আমি, নেমেছি আমি যুদ্ধে
তোমাদের মাঝে মানবতা জাগাবো বলে।
ভাল লাগল,আমার কবিতা ও গল্প পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।