ছিন্ন ভালোবাসা

ভাঙ্গা মন (নভেম্বর ২০১৯)

শিল্পী জলী
  • ৬৩
বছর বিশেক হবে আবার দেখা যবে
ভাবছি না হয় মিলিয়ে নেবো
বাঁকী হিসেব তবে।

চিঠি দিয়ে সেবার, ফেললে কেমন জালে,
ভাবছি তখন আপন হলে লগন আসে কবে
গুণছি প্রহর তখন সানাই বাজে কখন,
তারই সেই ফাঁকে ধরলে গিয়ে তাকে
কবুল তোমার সারা আমি তুমি হারা !
বলিনি কিছুই আর, কি-ই বা ছিল বলার
তুমিই যখন ছিড়লে বাঁধন, দূরের আমি হলাম তখন
মন যদি বা নাইবা বোঝে, নয়ন মাঝে অশ্রু নাচে
তবু তখন তুমি, নওতো আর আপন।

বিচ্ছেদের রেখা টানলে সেবার, এবার আবার দেখা
বললে আমায় ভালোবাসো, করবে না আর একা
তাকেও যে ভালোবেসেই করেছিলে বিয়া
সেও আছে আমিও থাকি, এটাই পরকীয়া।
মিলে নিকো হিসেব তবু জানি আমি
ভালো তুমি বাসোনিকো-- না তাকে না আমাকে,
বেসেছি ভালো আমি।

নাইবা হলো সে ঘর আমার, নাইবা ভালোবাসা--
ভালোবাসার ছল, ঘর না হওয়াই চল
বোঝনি আজও তুমি, ভালোবাসার মানে,
প্রীতির সে বাঁধন, টানলে আরও বাড়ে
দিয়েছি আমি ঢিল-- ভাবি না আর সেকাল
যে কালেতে তুমি আমার করেছিলে বেহাল।

এখন ভালোই আছি আমি--
তুমি বলো 'ভালোবাসি,' আমি ভাবী জানি।
হারানো সে ভালোবাসা কেমনে আবার ধরি
ঘর হারাবে সে-- যে তোমার আপন জন,
আমারও কী ঘর হবে আর, যে করেছে আমায় পর--
তাকে নিয়েই ঘর?

যার শনেতে সেজেছিলে বর, আজও তারই থাক না সে ঘর
ভালোবেসেছিলাম যাকে আমি, সে আজকের নওতো তুমি--
সে আমার কিশোর বেলা, অবুঝ ভালোবাসা।
এবেলার তোমাকে সেই বেশী চেনে, সেই আপনজনা,
নই তা আমি !!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Hasan ibn Nazrul ভাল লিখেছেন।
নাজমুল হুসাইন প্রথম অংশটি চমৎকার ছিল,শেষের দিকে আরো ভালো হতে পারতো,তবে সার্বিক ভাবে ভালো কবিতা লেখার চেষ্টা করেছেন,ভোট রইলো নিশ্চয়।আমার গল্প পড়ার আমন্ত্রণ রইলো।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বিচ্ছেদের কবিতা এটি। বিচ্ছেদ মানেই মনের ভাঙন। কবিতাটির ভাবেও সেটাই প্রকাশিত হয়েছে।

০৭ ফেব্রুয়ারী - ২০১৬ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪