আমি দেহ মাটির তৈরী অন্তকালে লাশ, জন্ম থেকেই আমার সাথে একটি আত্নার বাস। সৃষ্ট আত্না পেয়ে বার্তা মাটির দেহে আসে, সঙ্গী পেয়ে দেহ আমার অমিত হাঁসি হাঁসে। চলতে থাকে জীবন মোদের চাঁদ তারার মত, হঠাৎ একদিন আঘাত পেয়ে দেহের হল ক্ষত। দেহের ক্ষতে আত্না কাঁদে ছেড়ে চোখের জল, আত্নার আসমান ঝেপে ধরল অসময়ের ঢল। দেহ আমার ফিপরে কাঁদে আত্নার কাঁন্দন দেখে, আত্না আছে দেহের সাথে রক্তের মত মেখে। সবার দুঃখে কাঁদে সবাই সৃষ্ট হল প্রেম, দুঃখ সবার বাড়িয়ে দিল লালপুরী মেম। মেমের প্রেমে আত্নার মনে উঠল পাবার ঢেউ, আত্নার আপন আর হল না মেম ছাড়া কেউ। আত্না এবার ভুলে গেল দেহের সাথের প্রেম, নতুন সঙ্গী পেল আত্না লালপুরী মেম। চলতে থাকলো জীবন তাদের সুখের মতই বেশ, নতুন ঘর হালকা ঝড় করে দিল শেষ। আত্না এবার আঘাত পেয়ে ধরল ছাই পাস, দেহ আমার আস্তে ধীরে হতে থাকলো নাস। লিভার গেল, হার্ট গেল, গেল দেহের কিডনী, ভাল করতে নিল দেহ অস্ট্রেলিয়ার সিডনী। নষ্ট হল দেহের সবই ডাক্তার শেষে ব্যর্থ, দেহ ছাড়লো আত্না আমার রাখতে নিজের স্বার্থ। মাটি হলাম আমি দেহ হয়ে মৃত লাশ, সবার কাছে প্রকৃত প্রেম করলাম আমি ফাঁস। নষ্ট হল মাটির দেহ নষ্ট হল প্রাণ, সবই ছিল উদারভাবে ঐশ্বরিক দান। উচিত ছিল সঠিক পথে সবই ব্যয় করা, অন্তক্ষনের পরের পর্বে খেতে হবে ধরা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জসীম উদ্দীন মুহম্মদ
কবিতায় চিরন্তন সত্যের আবহ ভালো লাগলো।। তবে প্রকাশ ভঙ্গির পরিবর্তন চাই কবি।। সেটা ছন্দে হউক অথবা গদ্যে হউক।। আধুনিক ধারাটা আসতে হবে কবি।।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
আমরা যেন কেমন স্বার্থ পড় মত , আরে এটা আমাদের প্ল্যাটফরম এখানে আমরাই সব তাই আমরা আমাদের সবার লেখা পড়ি দেখার চেষ্টা করি।আসুন সবার পাতায় নিজ থেকে ঘুরে আসি। আর তার লেখা পড়ে...... আবার বলছি পড়ে মন্তব্য করি ।
কাজী জাহাঙ্গীর
থীম ভালো আছে, কিন্তু প্রকাশের পথ, ছন্দ-তাল-মাত্রা, শব্দ চয়ন এগুলোতে আর কাজ করার দাবী থাকলো। গল্প কবিতায় স্বাগতম, একটু চর্চা বাড়াবেন। অন্যান্য লেখাগুলো পড়ার চেষ্টা করবেন তাতে আরও সমৃদ্ধ হবেন। অনেক শুভকামনা ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।