জ্যামিতির কাটা দিয়ে খোঁচা মারো আমাকে
পেন্সিল ছুড়ে মেরে তাড়িয়েছ মামাকে।
ক্ষুধা পেলে রাবারটা ছিড়ে তুমি খেয়েছ
পরীক্ষা দিয়ে শেষে দুটো ডিম পেয়েছ।
এই তুমি ছাত্র তোমাকে যে পড়াবে
তুমি দেখি ধরে ধরে তাকে রোজ চড়াবে।
পেন্সিল ছুড়ে মেরে তাড়িয়েছ মামাকে।
ক্ষুধা পেলে রাবারটা ছিড়ে তুমি খেয়েছ
পরীক্ষা দিয়ে শেষে দুটো ডিম পেয়েছ।
এই তুমি ছাত্র তোমাকে যে পড়াবে
তুমি দেখি ধরে ধরে তাকে রোজ চড়াবে।
আরও দেখুন