অনুভব করি যে, আমি এত দূর থেকেও ঠিক দেখতে পাই তোমার না ঘুমানো লাল ফুলে উঠা দুচোখ ।।
---বাহ রে ! ঘুম কেমন করে আসে বল ? চোখ জুড়ে যে তুমি থাক, বন্ধ করলে যদি পালিয়ে যাও- ঘুম লেগে থাকা নিদ্রাহীন দুচোখে এক অপার আদিম তৃষ্ণা ঘিরে থাকে সারাক্ষণ তোমায় নিয়ে !
তুমি বড় অবুঝ , শিশুর শিশু, আমার বাবুই পাখি ।।
---অবুঝ বল, শিশু বল, আরও বল বাবুই পাখী মধ্যরাতের উষ্ণতায় ভষ্ম হওয়ার ইচ্ছেতে জানোয়ার প্রায় আমি তোমার নরম বুকে আমার নাক ও ওস্ঠের ছোঁয়া দিতে আদিমতার উত্তাপ ছড়াতে চাই--আমার এই আকুলতা বুঝ কি? বাবুই পাখীর ডানা ঝাপটান টের পাও কি?
বাবুই পাখি আমার, তোমার উষ্ণতম শ্বাসে আমি হয়েছিলাম অগ্নিকন্যা--মাঝরাত পৃথিবী ঘুমিয়ে গেছে, কোথাও জেগে নেই কেউ, আমি শুধু জেগে জড়িয়ে আছ তুমি সারাক্ষণ সিক্ত করে হৃদয় আমার একান্ত হৃদয়ে, তোমার নেশা প্রেমে হয়েছি পূর্ণ ।।
---সোনা মেয়ে আমার, পূর্ণ প্রেম আমাকেও করেছে কানায় কানায় পরিপূর্ণ-নিশুতি রাতের অজুহাতে ভালবেসে শান্ত হয়ে, গভীর ঘুমে জড়িয়ে তোমায় কাছে ডাকবো আরও বেশী করে।।
বাবুই পাখি আমার, যে গভীর মমতা-ভালবাসায় আমায় সিক্ত করেছিলে, তাতেই আমি হারিয়েছিলাম তোমারই অসীম গভীরে-সেই মমতা জড়ানো আদর অনন্তকাল তোমাকে আমার ভেতরেই বিলিন করে রাখবে... এসো জেগে থাকি, আমাদের পরিপূর্ণ ভালবাসা হয়ে ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আল মামুন
বুবু দারুণ হয়েছে আপনার কবিতা। খুব ভালো লাগলো দুজনের কথোপকথন। তবে বিষয়টা কি আগে থেকেই জেনে নিতে হবে, হয়তো এবার ভুল হয়ে গেছে নিজের অজান্তেই।ঠিক আছে সামনে থেকে সব ঠিক হবে আশা করি।
ভালবাসা জানবেন ।
আসলে আমি ঠিক বুঝতে পারিনি । মানে পোস্ট এর ব্যাপারে ওলট পালট হয়ে গেছে, ফেব্রুয়ারি সংখ্যাতে দিতে গিয়ে ভুলে মার্চে দিয়ে ফেলেছি। ভাল থাকবে, অনেক ধন্যবাদ ।
তোমার জন্য অন্তহীন ভালবাসা রইল।
আসলে আমি ঠিক বুঝতে পারিনি । মানে পোস্ট এর ব্যাপারে ওলট পালট হয়ে গেছে, ফেব্রুয়ারি সংখ্যাতে দিতে গিয়ে ভুলে মার্চে দিয়ে ফেলেছি। ভাল থাকবে, অনেক ধন্যবাদ । তোমার জন্য অন্তহীন ভালবাসা রইল।
Fahmida Bari Bipu
আমি মিলন দা'র সাথে একমত। আপনি এতদিন কোথায় ছিলেন? যাক্, ছিলেন হয়তো অন্য কোথাও। গল্প-কবিতায় আপনাকে সুসবাগতম। খুব সুন্দর কবিতা। বিষয়ের ব্যাপারটা মাথায় রাখলে আপনার বিজয় সুনিশ্চিত।
আসলে আমি ঠিক বুঝতে পারিনি । মানে পোস্ট এর ব্যাপারে ওলট পালট হয়ে গেছে, ফেব্রুয়ারি সংখ্যাতে দিতে গিয়ে ভুলে মার্চে দিয়ে ফেলেছি। ভাল থাকবে, অনেক ধন্যবাদ । তোমার জন্য অন্তহীন ভালবাসা রইল।
আসলে আমি ঠিক বুঝতে পারিনি । মানে পোস্ট এর ব্যাপারে ওলট পালট হয়ে গেছে, ফেব্রুয়ারি সংখ্যাতে দিতে গিয়ে ভুলে মার্চে দিয়ে ফেলেছি। ভাল থাকবে, অনেক ধন্যবাদ । তোমার জন্য অন্তহীন ভালবাসা রইল।
আসলে আমি ঠিক বুঝতে পারিনি । মানে পোস্ট এর ব্যাপারে ওলট পালট হয়ে গেছে, ফেব্রুয়ারি সংখ্যাতে দিতে গিয়ে ভুলে মার্চে দিয়ে ফেলেছি। ভাল থাকবে, অনেক ধন্যবাদ । তোমার জন্য অন্তহীন ভালবাসা রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।