শেষের বানী

সরলতা (অক্টোবর ২০১২)

ডা. মো. হুসাইন আলী
  • ৩২
  • ৬২
সে কোন সত্য ও শান্তির লাগি,
করিছ তোমার রক্ত দান।
হারিয়ে ভর্ক্তি পাওনি মুক্তি,
বিফলে গিয়েছে আত্নদান।
তোমার সে শিক্ষা ভ্রান্ত ধীক্ষা,
বুঝিলেনা আজো কি মর্মে।
শান্তির বাণী সে দিযেছে আনি,
তারে কেন মানো না কো শরমে।
তুমি কি জাননি কভু কোনসে প্রভু,
বিশ্ব জুরে চালায় শাসন।
আকাশ,বাতাস,সাগর,পাহাড়,
সবর্ত্র যার রয়েছে আসন।
তুমে কি শুননি কভু তোমার জাতি,
অর্ধেক বিশ্বকে করেছিল জয়।
যখন সারাটি বিশ্ব ডুবেছিল পাপে,
আরব জাহান ছিল অন্ধকারময়।
মানুষ মানুষে ছিল যুদ্ধ বিগ্রহ,
ব্যভিচারে ছিলো সব সম্প্রদায়।
তখন মানুষের মুক্তি সনদ নিযে আসেন,
আরব ভুমে বিশ্বনবী(সঃ) মোস্তফায়।
তিনি মিথ্যাকে হারিয়ে সত্যের বুলি,
শিখালেন যেথা সর্বজনে।
যার লাগি বহু যুদ্ধ বিগ্রহ হলো,
আদি আরববাসীদের সনে।
কাবা ঘরের তিনশত ষাট মুর্তিকে,
ভেঙ্গে দিলেন যখন নবী।
তখন মিথ্যার মাঝে সত্যের জয় নিয়ে,
উদিত হলো আলোর রবি।
সেই রবিরই প্রখর আলোর পরশে,
প্রথম আলী ওমর ধীক্ষা লয়।
তাই তাদের শৈয্য বীয্যের কাছে,
সরল শত্রু শক্তি ধ্বংশ হয়।
বদর, অহুদ ও পরিখা এরুপ,
তাই আরো অনেক যুদ্ধে কত।
দিয়েছে প্রাণ তাহাদের হাতে,
কোরেশ জাতীয় মানুষ শতশত।
তাই ইসলাম সেথা প্রতিষ্ঠিত হলো,
ইমান ঐক্য বিশ্বাস লয়ে।
আল্লাহু আকবর ধ্বনি শুনলে তাই,
থর থর করে কাপে প্রাণ ভয়ে।
এক আল্লাহু ছাড়া পূঁজোনীয় বলে,
এই বিশ্বে কেহ নাহি আছে আর
এই সত্যের বাণী পৌছে দিতে নবী,
কোরান নিয়ে এলেন হাতে তার ।
হেথা পেল তাই নারী সম অধিকার,
সুখ আর দুঃখ অর্ধেক পতি অর্ধেক তার ।
এই নিয়ে দু-জনে মাঝে হয় বন্ধন,
গড়ে উঠে তাই হেথা সুন্দর সংসার ।
ধনী আর গরীবের মাঝে নাহি ভেদাভেদ,
মসজিদে নামাজ পড়বে একসাথে।
অভুক্ত রেখে পরশি মানুষ জনে,
কোন অন্ন ভোজন করবেনা সে সাক্ষাতে।
কলমা,নামাজ,হজ্জ্ব,রোজা ও যাকাত,
এই মোট পাঁচটি স্তম্ভ মানলে।
মুসলিম পাকা হবে সে নিশ্চই,
মনে পাকা ইমান ও বিশ্বাস আনলে।
তাই আদম হতে যুগ যুগে কত নবী
এসেছিলেন এই বাণী নিয়ে।
সর্বশেষে তিনি এসে শেষ করলেন,
সত্যের শেষ বাণীটুকু ‍দিয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি তুমি কি জাননি কভু কোনসে প্রভু, বিশ্ব জুরে চালায় শাসন। আকাশ,বাতাস,সাগর,পাহাড়, সবর্ত্র যার রয়েছে আসন। .......// খুব সুন্দর লেখা আমার খুব ভাল লেগেছে.....ইকবাল ভাই ধন্যবাদ আপনাকে......
এফ, আই , জুয়েল # বিরাট ইতিহাসের গরগরানীতে বিরাট ছন্দময় একটি সুন্দর কবিতা ।।
ম্যারিনা নাসরিন সীমা নবী করিম (সঃ) এর চমৎকার বন্দনা খুব ভাল লাগলো ।
ফাইরুজ লাবীবা বেশ হয়েছে ভা্ইয়া ।অনেক অনেক ভালো লাগলো ।শুভকামনা ।
কায়েস দারুন কবিতা
মাহবুব খান মহান খোদার গুনগানে ভরা কবিতা , অনন্য
মিলন বনিক সুন্দর কাব্য গাথা...সত্যের জয়গান...খুব ভালো লাগলো...
ওসমান সজীব খুব সুন্দর কবিতা
রি হোসাইন প্রসংশনীয় উদ্যোগ। এখন তো নাতে রসুল লেখা ছেড়েই দিয়েছে লেখকেরা । তবে নাতে রাসুল লেখার সময় আর একটু মনযোগি হবেন এতে আর ও ভালো মানের লেখা পাব আশা করি ......।।

০৫ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪