তবু হেরে গেছি

ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৬)

আল মামুন
  • ১১
  • 0
  • ৪৯
মূর্তিবৎ স্থির আমি
চোখের কোণ বেয়ে ফোটা ফোটা জল
থেকে থেকেই ঝরে পরা টপ টপ শব্দের মৃদূ ছন্দ
বিদিশার নিশায় ডুবে
ঝাপসা হয়ে আসা দু'নয়ন।

মনের দরজায় উঁকি দেয়া শব্দের কথামালা
শুভ্র-কালি'তে স্মৃতি করে রাখতে চাই,
পারিনা।
ব্যর্থতায় হেসে উঠি তাচ্ছিল্যের হাসি
নিজের কাছে নিজেই পরাজিত হই
তবু ভাবি,
ভাবতে থাকি....।

সহসাই চমকিত হই
ভাবনার খেই হারিয়ে ফেলি
'সা' করে মনে পড়ে যায়
গতরাতে ঘটে যাওয়া সীমাহীন অসহায়ত্বের সে নিদারুণ দৃশ্য।

কতদিন পরে
ব্যথিতের সেই সুকরুণ মিনতি
শ্রবণ করেছি আমি হৃদয়ের কানে
হৃদয় পুড়ে যাওয়া সে কথাগুলো
ধ্বনিত হয়েছিল তার বদনে
ঠিক এভাবে,
"কত প্রাণভরে ভালবাসি তায়
অথচ সেই সে ভাসালো মোরে আঁখি জলে,
একটুও ভেবে দেখল না সে
কি করে বেঁচে থাকব আমি
প্রাণহীন দেহটা নিয়ে,
কি করে মুছে ফেলব সে ছবি
কতকাল ধরে
হৃদয়ে খোদাই করে একেছি যারে,
নিশীথে শয়ন অহনে
অদৃশ্যলোকে পেয়েছি যারে প্রতিদিন,
কল্পনায় কয়েছি কত কথা যার সনে
কি করে চলে গেল সে
বেনারসির ভাঁজে মুখ লুকিয়ে
অপর কুঠিরে।"

বলেই চলছিল সে অবিরত
অস্ফুট স্বরে,
তার নেতিয়ে পরা মাতাল দেহটা নিয়ে
হেটে চলেছি আমি গাঁয়ের সে মেঠো পথের বাঁকে।
জিজ্ঞাসু নয়ন মেলে
প্রশ্ন করে ছিল সে,
"আজ নিয়তির একি পরিহাস
যদি কোনদিন পাবই না তাকে
বধুবেশে হৃদয় কুঠিরে,
তবে কেন তার প্রতি, এত গভীর;
নিখাঁদ ভালবাসা ছিল
আমার এ পোড়া অন্তরে?"

কিছুই বলতে পারিনি
শুধু নিঃশব্দে কেঁদে উঠেছি আমি
দু'হাতে মুখ ঢেকেছি লজ্জায়,
হায়! আমি পারিনি
পারিনি মুছে দিতে
খেলনা হারানো অবোধ বালকের সে কান্না,
সময়ের দুশমনিতে আমি;
তখন এতটাই অসহায়।

বিস্ময়ে ভেবেছি আমি,
মানুষ কি এভাবেও কাঁদে!
হে মায়াময় ধরনী,
"যুগে যুগে কত সহস্র প্রেমিকের নয়ন জলেই তো
স্নান করেছ তুমি,
প্রিয় হারানো এমন কান্না!
দেখেছ কি আগে কোনদিন?
কলজে পোড়ান এমন চাঁপা আর্তনাদ!
কখনও শ্রবণ করেছ কি তুমি?
বিরহ যন্ত্রণার ভারে,
কেউ কি এভাবে লুটিয়ে পড়েছিল তোমার বুকে?"

ঐতো.....
বলেই চলছে সে অবিরত
অস্ফুট স্বরে,
"বুকটা আমার পুড়ে গেল গো
হৃদয় আমার জ্বলে গেল গো
কত ভালোবাসি আমি
কত ভালবাসি,
হয়ত বোঝাতেই পারলাম না তাকে।"

ক্ষনপরে দীর্ঘ শ্বাস ছেরে
নিজের হাতেই সান্তনার প্রলেপ একে দিল সে
নিজেরই ক্ষত হৃদয়ে,
"আর কখনও ভালবাসবনা গো
দেখবনা'ক ছলনাময়ী নারী
এক পৃথিবী ভালবেসেও যে আজ
তবু হেরে গেছি আমি।"
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রিপন কুমার রায় ভাল লাগল।
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১৬
অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য। ভাল থাকবেন....
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১৬
ফয়েজ উল্লাহ রবি অসাধারণ! বেশ ভাল লিখেছেন, শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন সুস্থ থাকবেন।
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১৬
শ্রদ্ধা ও শুভ কামনা আপনার প্রতি...
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১৬
হাসনা হেনা ভাল লিখেছেন। শুভ কামনা রইল।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১৬
আপনার প্রতিও অশেষ শ্রদ্ধা ও শুভ কামনা, ভাল থাকবেন।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৬
গাজী সালাহ উদ্দিন অনেক অনেক ভাল লাগলো ।শুভ কামনা রইলো ।আমার পাতায় আমন্ত্রন রইলো ।
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১৬
অনেক ধন্যবাদ ও শুভ কামনা... অবশ্যই আপনার পাতায় আসব। ভাল থাকবেন....
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৬
গোবিন্দ বীন নিজেরই ক্ষত হৃদয়ে, "আর কখনও ভালবাসবনা গো দেখবনা'ক ছলনাময়ী নারী এক পৃথিবী ভালবেসেও যে আজ তবু হেরে গেছি আমি।" ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১৬
এফ, আই , জুয়েল বেশ ভালো কবিতা
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৬
ধন্যবাদ।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৬
সহিদুল হক এক পৃথিবী ভালবেসেও যে আজ তবু হেরে গেছি আমি।--বেদনাবিধুর সুন্দর উপস্থাপনা , শুভ কামনা রইলো
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৬
ধন্যবাদ অশেষ....। আপনার প্রতিও শুভ কামনা, ভাল থাকবেন।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৬
মোহাম্মদ সানাউল্লাহ্ পরাজিত প্রেমিকের নিরব আর্তনাদ ! দারুন ভাবে ফুটে উঠেছে আপনার সুন্দর কবিতায় । ভাল লাগল । ভোট রেখে গেলাম ।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৬
আপনার বিশ্লেষনাত্মক মন্তব্যে অনুপ্রানিত হলাম কবি। শ্রদ্ধা জানবেন....
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৬
ইমরানুল হক বেলাল অসাধারণ কবিতা লিখেছেন। পড়ে ভালো লাগলো। আপনার শুভকামনা রইল।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৬
অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৬
Fahmida Bari Bipu ভাল লিখেছেন। শুভেচ্ছা রইল।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৬
শ্রদ্ধা ও শুভ কামনা...
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১৬

০৩ ডিসেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪