বসন্তের নির্ঘুম রাত ও নীল মুনিয়া

আমার স্বপ্ন (ডিসেম্বর ২০১৬)

তানজিলা ইয়াসমিন
  • ৮৫
কেমন আছো অন্তর! জেগে আছো, নাকি ঘুমিয়ে পড়েছো?
তোমার রাতের আকাশ জুড়ে কী এখনও নীল মুনিয়া উড়ে যায়;
তুমি কি দেখতে পাও সেই মুনিয়া পাখির নির্ঘুম রাতের একাকী কষ্টগুলো;
সেই কষ্ট কী তোমাকে একবারো আলোড়িত করে যায় না?
খুব ভালবেসে তোমায় নাম দিয়েছিলাম “অন্তর”; ভাবিনি তুমি ভুলে যাবে।
তোমার এই ভুলে যাওয়া আমার নির্ঘুম রাতের গুমরে কান্না
যার শব্দ তোমাকে কখনো জাগিয়ে তুলবে না।
অন্তর, এই বসন্তের মায়াবী জ্যোৎস্নার আলো আজ আর
একটুও আলোড়িত করে না আমায়। রাতের আকাশজুড়ে এখন
শুধুই তোমার নীল মুনিয়া পাখীর আগমন হয় রোজ রাতে।
অনেক কথা হয় ওদের সাথে, ওরা আমার কষ্টগুলো এখন বুঝতে শিখেছে,
আমার মতো ওরাও এখন রাতের সাথে বন্ধুত্ব করেছে ,
প্রতিরাতে আমি আর নীল মুনিয়া এখন চাঁদের দিকে তাকিয়ে থাকি।
বসন্তের রাতগুলো কেমন যেন উদাস লাগে, হয়ত তুমি ভুলে গেছ বলে!
অন্তর, তোমার প্রিয় নীল মুনিয়া এখন সত্য ভালবাসা হয়ে ধরা দেয়।
তুমি কী সত্যি আমার হৃদয়ের কান্না শুনতে পাওনা?
ভুলে গেলে তোমার আদরের নীল মুনিয়াকে, যার চোখে তুমি
স্বপ্ন এঁকেছিলে নিজ হাতে? ভালবাসা ভালো থেকো –
কোন এক বসন্তের রাতে হয়ত তোমার আমার যুগল প্রেমের মিলন হবে,
আমি থাকব অপেক্ষায় তোমার স্মৃতি আর ভালবাসার নীল মুনিয়া নিয়ে …
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন ভুলে গেলে তোমার আদরের নীল মুনিয়াকে, যার চোখে তুমি স্বপ্ন এঁকেছিলে নিজ হাতে? ভালবাসা ভালো থেকো – কোন এক বসন্তের রাতে হয়ত তোমার আমার যুগল প্রেমের মিলন হবে, আমি থাকব অপেক্ষায় তোমার স্মৃতি আর ভালবাসার নীল মুনিয়া নিয়ে …ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
কাজী জাহাঙ্গীর বেশ কয়েক জায়গায় ‘কী’ ব্যবহার করা হয়েছে যেখানে ‘কি’ হওয়ার কথা। এগুলো একটু দেখবেন,আর একটু কাব্যিকতা যোগ করা গেলে ভাল লাগত,এখন ধারা বর্ণনার মত হয়ে গেছে লাগলো। অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন

২৫ নভেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪