গহীনে সাঁঝের বাতি

আমার আমি (অক্টোবর ২০১৬)

তানজিলা ইয়াসমিন
  • 0
  • ৮৩
নষ্ট সময়ের কষ্টের নাম প্রতীক্ষা, আর
প্রতীক্ষা মানে, না পাওয়ার বেদনার নাম
জগতের সমস্ত প্রাণীই কোন না কোন
প্রতীক্ষা প্রহর কাটে হতাশায়-প্রত্যাশায় ।
সন্তান প্রসবের বেদনায় নীলাভ বদনে মা
নবজাতকের জন্মের প্রতীক্ষা করে,
ক্রন্দনরত শিশু মায়ের আদরের প্রতীক্ষা করে,
অসুস্হ শিশুর শিয়রে মা অস্তিরতায় প্রহর গুনে।
যুবা নারী প্রতিক্ষা করে-রবিবাসরীর, একদিন
স্বপ্ন পুরুষ আসবে, সেফালী ফুলের মালা গেঁথে
মিষ্টি হাসিতে ভরিয়ে উজার করে ভালবাসায়,
রঁচিবে বাসর, কাব্য নয়, গল্প নয় শুধু প্রণয় হবে।
স্ত্রী তার স্বামীর আগমনি সময়ের ব্যাকুলতায় উদ্ভ্রান্ত
তেমনি স্বামীর নিউরনে সাইরেন বাজে, ফিরিবে
কখন প্রিয়ার সান্নিধ্যে-ভালবাসার টানে ।
এই সব কাব্যকথা নহে –তা’হলে কি?
প্রতিক্ষার প্রহর –বেলা অবেলায়।
কৃষক ফসল বুনে –পাকা ধানের আশায়
সোনালি ধানের শীষের ঝলকে সে হাসে
কিষানি অপেক্ষায় থাকে নবান্নের উৎসবের ।
বনু হাস হংসীর মিললের আশায়
ডানা নাড়ে জলের ধারে, একটানা।
কোকিলের অপেক্ষা কখন কাকেরা
বাঁধবে বাসা-গাছের ডালে।
পরিজায়ি পাখিরা মেলে ডানা আকাশে
ঈষৎ উষ্ণতায় কাটাতে সময় –এদেশে
শীতের শেষে আবার দেয় পাড়ি
আপন নীড়ে হাজার মাইল দূরে ।
শিকারীরা ওৎপেতে থাকে শিকারের
ডুবুরীরা সাগর তলে দেয় ডুব, ভয়হীন;
রত্ন, মনি মুক্তার খোঁজে,অজানা গভীরে।
এই সব কাব্যকথা নহে –তা’হলে কি?
প্রতিক্ষার প্রহর –বেলা অবেলায়।
নিশাচর রাতের আধারে স্বপ্নের
খোঁজে ফিরে অতিন্দ্রীয় ঘোরে,
দিনের আলোয় সে অন্ধকার দেখে।
উসাইন বোল্ট অলিম্পিকের আসরের
অপেক্ষায় থাকে, নিজের রেকর্ড
নিজেই ভাঙ্গার শপৎ নিয়ে।
সৈনিকেরা আশায় থাকে যুদ্ধ শেষে
ফিরে যেতে, বীরের বেশে আপন দেশে
প্রিয়তমা কিংবা মায়ের বুকে; অপেক্ষায়
থাকা সন্তানের কাছে বীরত্ত্ব গাঁথা শোনাতে।
এই সব কাব্যকথা নহে –তা’হলে কি?
প্রতীক্ষা প্রহর –বেলা অবেলায়।
প্রতীক্ষা প্রহর কাটেনা বুঝি কখনও
কেনানা জন্মেছি বলেই, মৃত্যুর প্রতীক্ষা
আছি আমি, তুমি এবং সে –সবাই যাব
কালান্তরের অন্তরালে নিরন্তর অভিযাত্রায়
যার শুরু আছে কিন্তু শেষ নেই কখনও।
প্রতিক্ষা স্বপ্নচারিনীর মত আসে প্রতিটি
বস্তু-কণায়, প্রাণে অপ্রাণে, এমনি প্রহর
গুনে নদীরা সাগর পানে ধেয়ে চলে
সারা সন্ধ্যা তোর অপেক্ষাতেই কেটে যায়;
গন্তব্যহীন এলোমেলো ভাবনা মন কুটিরে
প্রতীক্ষায় ডুবে থাকা আমার প্রহর ক্লান্ত-
শেষবার তোর রেখে যাওয়া স্মৃতির দুয়ারে।

ল্যাম্পপোস্টের আলো জুড়ে সোডিয়াম দুঃখ;
তুই ফিরবিনা জেনেও রোজ চেনাপথে অপেক্ষা!

পড়ে থাকা কাগজের টুকরো ক্ষতবিক্ষত-
ফড়িং উল্লাসে তুই ভুল খেলায় মেতে আছিস;

রঙ্গিন আলোর মাঝে সাদাকালো প্রতিচ্ছবি-
ফেলে যাওয়া স্মৃতি কখনো মধ্যরাতের ভুল;
জোড়া শালিকের উড়তে উড়তে আকাশের ক্লান্তি
ঝাপসা জীবনের বন্ধনের ছায়া হবিনা জানি তুই।

সাদা কাগজে লিখে যাই নিম ফুল স্বপ্ন কথা;
খুঁজে পাওয়ার আশায় গহীনে সাঁঝের বাতি !!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তাপস চট্টোপাধ্যায় kobitae bhasa achhe. amar patae amantran.
তানি হক Upoma valo legeche... Sundor
ধন্যবাদ কবি ।।
জয় শর্মা (আকিঞ্চন) গড়গড় করে পড়ে ফেললাম, ভালোই লিখেছেন। শব্দের গাঁথুনি; যেন তুলনা নেই, সব মিলিয়ে ভালো। শুভকামনা। (জানার আছে এইটুকু- "নিম ফুল" ঠিক জানা নেই।)
নিম ফুল মানে আমি কষ্টকে বোঝাতে চেয়েছি । আমার মুল কবিতার সাথে অন্য কবিতা মিশিয়ে এখানে পোষ্ট করেছে । খুব কষ্ট পেয়েছি। আমার কবিতার অর্থই বদলে গেলো। আশা করছি পরবর্তীতে এ ব্যাপারে খেয়াল রাখবে গল্প কবিতা গ্রুপ।
পন্ডিত মাহী শেষের ক'লাইন মনে হয় মূল কবিতা। ভাল হয়েছে।
সারা সন্ধ্যা তোর অপেক্ষাতেই কেটে যায়; গন্তব্যহীন এলোমেলো ভাবনা মন কুটিরে প্রতীক্ষায় ডুবে থাকা আমার প্রহর ক্লান্ত- শেষবার তোর রেখে যাওয়া স্মৃতির দুয়ারে। ল্যাম্পপোস্টের আলো জুড়ে সোডিয়াম দুঃখ; তুই ফিরবিনা জেনেও রোজ চেনাপথে অপেক্ষা! পড়ে থাকা কাগজের টুকরো ক্ষতবিক্ষত- ফড়িং উল্লাসে তুই ভুল খেলায় মেতে আছিস; রঙ্গিন আলোর মাঝে সাদাকালো প্রতিচ্ছবি- ফেলে যাওয়া স্মৃতি কখনো মধ্যরাতের ভুল; জোড়া শালিকের উড়তে উড়তে আকাশের ক্লান্তি ঝাপসা জীবনের বন্ধনের ছায়া হবিনা জানি তুই। সাদা কাগজে লিখে যাই নিম ফুল স্বপ্ন কথা; খুঁজে পাওয়ার আশায় গহীনে সাঁঝের বাতি !!!
এই হল আমার মুল কবিতা
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) শুভেচ্ছা রইল । কবিতা ছাপা ঠিক হলে কমেন্ট এ জানাবেন ।
কপাল খারাপ তাই এখনো মুল কবিতাটি ঠিক করা হল না ।।
সারা সন্ধ্যা তোর অপেক্ষাতেই কেটে যায়; গন্তব্যহীন এলোমেলো ভাবনা মন কুটিরে প্রতীক্ষায় ডুবে থাকা আমার প্রহর ক্লান্ত- শেষবার তোর রেখে যাওয়া স্মৃতির দুয়ারে। ল্যাম্পপোস্টের আলো জুড়ে সোডিয়াম দুঃখ; তুই ফিরবিনা জেনেও রোজ চেনাপথে অপেক্ষা! পড়ে থাকা কাগজের টুকরো ক্ষতবিক্ষত- ফড়িং উল্লাসে তুই ভুল খেলায় মেতে আছিস; রঙ্গিন আলোর মাঝে সাদাকালো প্রতিচ্ছবি- ফেলে যাওয়া স্মৃতি কখনো মধ্যরাতের ভুল; জোড়া শালিকের উড়তে উড়তে আকাশের ক্লান্তি ঝাপসা জীবনের বন্ধনের ছায়া হবিনা জানি তুই। সাদা কাগজে লিখে যাই নিম ফুল স্বপ্ন কথা; খুঁজে পাওয়ার আশায় গহীনে সাঁঝের বাতি !!!
মেহেদী এইচ রবিন নিম ফুল স্বপ্নটা কি ? কবিতা ভালো লেগেছে :)
কষ্ট কে বোঝাতে চেয়েছি ...
কাজী জাহাঙ্গীর ওফ, শেষ করলাম, বিস্তীর্ণ পথ পাড়ি দিয়ে এসেছি সাঁঝের গহিনে অবশেষে, শেষ দশ লাইনে এসে ক্লান্তিটা কমেছে তাই ওখানেই পরে আছে মন। অনেক শুভেচ্ছা আর আমন্ত্রন রেখে গেলাম।
আমার কবিতার মধ্যে উপরের বিশাল অংশ অন্য কারো কবিতার অংশ ... এ কেমন কথা ... আমি এর সমাধান চাইছি ...
তাই নাকি, আপনি এডমিনকে এখুনি মেইল করেন, আমারও সমস্যা হয়েছিল, এডমিনকে মেইল দিয়ে আপডেট করেছি, ধন্যবাদ, ভাল থাকবেন।

২৫ নভেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫