শূন্যতাই যার জীবন ভরা, পূর্ণতা কি আছে ? সুখের জন্য হন্য হয়ে যায় যে দুঃখের কাছে। আমার-আমার করে কাটলো জীবন আমার বলে নেই তো কিছু, আছে শুধু মরণ। দুই দিনেইএই ছোট্ট জীবন কিবা আছে পাবার সুখের মোহেথেকে তুমি, করো দুঃখেরই আহার। পাওয়া না পাওয়ার হিসেব, খাতা থাকে শূন্য অংকে তুমি ছিলে ভাল- তাই বলে কি জীবন খাতা হবে পূর্ণ ?? খালি হাতে এসেছিলে যাবে খালি হাতে, কী করেছ জীবন ভরে, নিবে কি তা সাথে। দিন থাকিতে দ্বীনের খুঁজে নামো- দেখে শোনে পা’টা বাড়াও একটু না হয় থাম। পেয়েছ কি হারিয়েছ ভাবনাতে না রাখ চাও কি তুমি, তাই শুধু দেখ - জীবনটারে নতুন করে সাজিয়ে রেখ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কমল দাশগুপত
শূন্যতার মাঝে পূর্ণতা না মিললেও পুন্যতা কিন্তু খোঁজা যায় । ভাল লেগেছে । শুভেচ্ছা রইল ।
গোবিন্দ বীন
দিন থাকিতে দ্বীনের খুঁজে নামো-
দেখে শোনে পা’টা বাড়াও একটু না হয় থাম।
পেয়েছ কি হারিয়েছ ভাবনাতে না রাখ
চাও কি তুমি, তাই শুধু দেখ -
জীবনটারে নতুন করে সাজিয়ে রে।ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।