দিলাম তোরে খুলে,যায় উড়ে
অন্য কোন আকাশে দূরে-
আসবিনা আর কভু ফিরে
ডানা মেলে উড়বি তবে দিলাম ছেড়ে।
বন্দি তোরে রাখি কিরে,মন মন্দিরে সাজিয়ে,
মুক্ত আকাশ চায় তোরে,চলে যা পুরোনো গান বাজিয়ে।
যে গান ভুলে গেছি সেই কবে
গত বছরের কেলেন্ডারের তলে,
হারিয়ে গেছে স্মৃতি যা ছিল সবে
যাস যখন যাসনে্ কভু বলে।
স্বপ্ন যতো ছিল আমার নিলে,শূন্য আঁধার জীবন দিলে
আসলে তুমি কি পেলে?ঘুরছ এখন বিলে বিলে।
লাল নীল বেগুনী স্বপ্নে ভিবোর
করলেনা একটুও সময় সবুর
দিয়েছি ভালবাসা তোমায় প্রচুর
নিঃস্ব হয়ে ভালবাসা হীন আজ আতুর।
আমার আকাশ ক্ষুদ্র অতি,না এলে ফিরে নেই যে ক্ষতি
একা কাটবে জীবনে পাবো গতি,তোমায় দিলাম বিদায়,হও ইতি।
advertisement
ফয়েজ ভাই আপনার গল্প লেখার চাইতে মূলত কবিতা লেখা অনেক সুন্দর হয়।
লেখা চালিয়ে যাবেন।
আপনার সুন্দর জীবন কামনা করি।
ভালো থাকবেন।
ভোট দিয়ে গেলাম।
একা কাটবে জীবনে পাবো গতি,তোমায় দিলাম বিদায়,হও ইতি। ভাল হয়েছে তবে আরও ভাল হতে হবে। সুব কামনা রইল।
গত বছরের কেলেন্ডারের তলে,
হারিয়ে গেছে স্মৃতি যা ছিল সবে
যাস যখন যাসনে্ কভু বলে।
ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায়
আমন্ত্রন রইল।
দিলাম তোরে খুলে,যায় উড়ে)
আমার কাছে একটু অন্য রকম লাগল।তা বাদে খুব ভালই লেগেছে।শুভকামনা রইল।