ভালো লাগে না কোন কিছু তার
ভালো লাগার কী আছে?
পুরো পৃথিবী স্বার্থপর যেন
অসহায়ের কাছে।
যেদিকে তাকায় শূন্য লাগে
ভালোর নাই দেখা,
ভালোবাসার মানুষ কোথায়?
নিজেকে লাগে একা।
আলো নাই কোথাও কোন
যেন, অন্ধকারেই ঘর,
নিজেকে ছাড়া পুরো পৃাথবী
লাগে যেন সব পর।
অসহায় ভাবে, সে অসহায়
কোন কিছু নাই তার,
যেখানে পা দেয়, যেদিকে দাড়ায়
সেদিকেই যেন হার।